Thursday, May 15, 2025

চোর সন্দেহের জেরে গণপিটুনি। ঘটনার জেরে মৃত্যু এক ব্যক্তির। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের জরুরে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সকালে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক (State Highway) অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ভরত টুডু। ৫৩ বছরের ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালবাগের নবগ্রামের পলসন্ডা মোড়ের জলুখার বাসিন্দা।

উল্লেখ্য, রঘুনাথগঞ্জের জরুরের বাসিন্দা আবেদা বিবির বাড়িতে শুক্রবার রাতে চুরি করতে যায় ভরত। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে ভরত তাঁদের বাড়ির দোতলায় ওঠে। এরপরই দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে। বেশকিছু মূল্যবান সামগ্রী তাঁদের বাড়ি থেকে চুরি করে বলেও অভিযোগ। এরপর শুক্রবার রাতেই চিৎকার শুরু করেন আবেদা বিবি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে আবেদা বিবির বাড়ির সামনে জড়ো হয়ে যান সকলে। অভিযোগ, এরপর ভরতকে ঘিরে ধরে চলে বেধড়ক মারধর। এরপর জরুর মোড়ে রাজ্যসড়কের কাছে ভরতের দেহ ফেলে দেওয়া হয়।

এদিকে শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য সড়কের পাশে উদ্ধার হয় ভরত টুডুর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে। ঘটনার প্রতিবাদে সরব এলাকার মানুষজন। রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার সকালে রাস্তার ধার থেকে ক্ষতবিক্ষত এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামের রাজ্য সড়কের ওপরে।

তবে কী করে এমন ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version