Thursday, August 21, 2025

KMDA: কাউন্সিলর অয়নকে সঙ্গে নিয়ে আবাসন সংস্কার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র

Date:

কেএমডিএ-র (KMDA) আবাসন সংস্কার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে (Ayan Chakraborty) সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন ফিরহাদ। পাশাপাশি ঘুরে দেখেন আবাসন পুনর্নির্মানের কাজও।

এদিন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার পর ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে কেআইটির একটি আবাসন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। তা ভেঙে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নেয় কেএমডিএ। এরজন্য বরাদ্দ করা হয় ২০ কোটি টাকা। নতুন নকশা অনুযায়ী, ৩টি ব্লক ভেঙে ৪টি ব্লক গড়ে উঠছে এখানে। কাজও এগোচ্ছে অত্যন্ত দ্রুত গতিতেই। ইতিমধ্যে এলাকার আবাসিকদের জন্য পুনর্বাসনের (Rehabilitation) ব্যবস্থাও করা হয়েছে।

তবে ৮০ শতাংশ আবাসিক পুনর্বাসনে সম্মতি জানালেও ২০ শতাংশ বাসিন্দা এখনও কিছুটা দ্বিধাগ্রস্ত। মেয়র এদিন তাঁদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে পাশে নিয়ে অনিচ্ছুক আবাসিকদের সহযোগিতার অনুরোধ জানান। কিন্তু এরপরেও যাঁরা উঠতে চাইবেন না তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন ফিরহাদ হাকিম।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version