Saturday, August 23, 2025

জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেফতার (Arrest) করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম (Md Saddam) ও সইদ আহমেদ (Sayeed Ahmed)। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সইদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ধৃতদের কাছ থেকে একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানান, তদন্তকারী আধিকারিকরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। খুব শীঘ্রই আসল রহস্য উদ্ঘাটিত হবে।

এসটিএফ সূত্রে খবর, হাওড়ার টিকিয়াপাড়া (Howrah Tikiapara) এলাকা থেকে গ্রেফতার করা হয় দু’জনকে। পরে ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, ফোন উদ্ধার করে পুলিশ। খিদিরপুরে তাঁদের গোপন বৈঠকের পরিকল্পনা ছিল বলেও জানতে পারে এসটিএফ। পাশাপাশি এদিন ধৃতদের আটক করার পর তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ডেবিট কার্ড ও ইলেকট্রনিক্স এভিডেন্স বাজেয়াপ্ত করা হচ্ছে। এমনকী তাঁদের ল্যাপটপে জেহাদি কনটেন্টও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি ধৃতরা অস্ত্র সংগ্রহের কাজ করছিল বলেও অভিযোগ উঠে এসেছে।

সূত্রের খবর, হাওড়া থানা এলাকার ৫৫ নম্বর আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা সাদ্দাম। পাশাপাশি শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা সৈয়দ আহমেদ। এই দুই যুবককে শুক্রবার রাতেই তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করে। এসটিএফ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই ওই দুই যুবকের উপর নজরদারি চলছিল। নজর রাখা হচ্ছিল তাদের গতিবিধির উপরেও। ওই চক্রে আরও কয়েক জন জড়িত বলে মনে করা হচ্ছে। তাঁদের সম্পর্কে খোঁজখবর পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এসটিএফ আধিকারিকরা।

এসটিএফ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই ওই দুই যুবকের উপর নজরদারি চলছিল। নজর রাখা হচ্ছিল তাদের গতিবিধির উপরেও। ওই চক্রে আরও কয়েক জন জড়িত বলে মনে করা হচ্ছে। তাঁদের সম্পর্কে খোঁজখবর পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এসটিএফ আধিকারিকরা। এর আগে হাওড়ারই ডোমজুড়ের বাঁকড়া এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ২ জনকে।

ঘটনায় তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ভারতবর্ষে যদি জঙ্গি কার্যকলাপ হয়, জঙ্গিরা ঢোকে তার দায়িত্ব কার? তার দায়িত্ব ভারতবর্ষের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রক ও এজেন্সির। সবকিছুর মধ্যে তৃণমূলকে টেনে আনার বিরোধী চক্রান্তকেও এদিন কটাক্ষ করেন তাপস। এদিন এসটিএফ, রাজ্য পুলিশের প্রশংসা করে বিধায়ক বলেন, চিন পাকিস্তানের সঙ্গে পেরে উঠছে না কেন্দ্র, তারপরেও বিজেপি নেতাদের মুখে এত বড় কথা মানায় না।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version