Thursday, August 21, 2025

সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি! নকল রুখতে কড়া পদক্ষেপ পর্ষদের  

Date:

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023) আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। শনিবার পর্ষদ সাফ জানিয়েছে, এবার সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে সিসিটিভি ক্যামেরা (CCTV Surveillance)। এদিকে মাধ্যমিক পরীক্ষার আগে হাতে বেশি সময় নেই। তাই যেসব স্কুলের পক্ষে এবার সম্ভব নয়, তারা যেন পরের বার মাধ্যমিক পরীক্ষার আগে এই ব্যবস্থা সেরে ফেলে, সেই মর্মেও জারি হয়েছে নির্দেশিকা। মূলত পরীক্ষার্থীরা যেখান দিয়ে ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে এই তিনটি ঘরেই ন্যূনতম তিনটি সিসিটিভি বসাতেই হবে।

এদিকে পর্ষদের এই নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কী না তা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের অবজার্ভাররা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখবেন। এরপর সেই রিপোর্ট (Report) পর্ষদের কাছে পাঠাবেন বলেই পর্ষদের সভাপতি জানিয়েছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন প্রত্যেক স্কুলের ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর কথা আমরা বলেছি। যাতে কোনও ঘটনা ঘটলে আমাদের কাছে তার উপযুক্ত তথ্য প্রমাণ থাকে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরার নজরদারি এই প্রথম নয়। এর আগেও রাজ্যের স্পর্শকাতর বলে চিহ্নিত পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হত। এই নজরদারির প্রধান কারণ হল, যাতে পরীক্ষা ব্যবস্থা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। অতীতে বিভিন্ন সময়ে মাধ্যমিক পরীক্ষার সময় নকলের অভিযোগ উঠেছে। সেই সব কড়া হাতে সামাল দেওয়ার জন্যই এই সিসিটিভি নজরদারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের হাতে সময় বলতে আর দেড় মাস। ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার্থীদের মাধ্যমিকের প্রস্তুতির জন্য টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে।

এরই মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারি আরও বাড়ানোর জন্য তৎপরতা শুরু মধ্য শিক্ষা পর্ষদের তরফে। সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিকে এবার সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় নিয়ে আসতে চাইছে পর্ষদ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version