Saturday, May 3, 2025

টুইটার হ্যাক করে তথ্য চুরি। বিপাকে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারী। বুধবার অনলাইন সিকিউরিটি রিসার্চ সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের ফলে কোটি কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল হ্যাক হতে পারে এবং সেখান থেকে ব্যক্তিগত তথ্য, যাবতীয় টাকা-পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্ম হাডসন রকের সহ প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল বলেন, “টুইটারের এই হ্যাকিংয়ের কারণে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এটা বিশ্বের অন্যতম বড় হ্যাকিংয়ের ঘটনা।”

আরও পড়ুনঃ বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এই ঘটনা নিয়ে টুইটার সংস্থার তরফে আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এভাবে ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে তা পাবলিক ফোরামে ফাঁস হওয়ার দরুণ ইউজারদের রিয়েল-লাইফ আইডেন্টিটিটি অর্থাৎ বাস্তব জীবনের অনেক তথ্য প্রকাশ্যে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সবকিছুই ব্যক্তিগত তথ্য হবে বলে মনে করা হচ্ছে। আর তার ফলে হ্যাকারদের পক্ষে ট্যুইটার অ্যাকাউন্ট হাইজ্যাক করার বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এভাবে ২০০ মিলিয়নের বেশি ইউজারের ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ট্যুইটার ইউজারদের অ্যাকাউন্ট এবার অন্যান্য ওয়েবসাইটেও ফাঁস হয়ে যেতে পারে।

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version