Saturday, November 8, 2025

মহিলারা অশিক্ষিত, পুরুষরা উদাসীন: জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বেফাঁস মন্তব্য নীতীশের

Date:

রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির(Population) কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। শনিবার বিহারে(Bihar) এক কর্মসূচিতে যোগ দিয়ে এপ্রসঙ্গে বলতে গিয়ে নীতীশ জানালেন, মহিলারা অশিক্ষিত আর পুরুষেরা উদাসীন যার জেরেই রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলার অপেক্ষা রাখে না নীতীশের এই মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

শনিবার ‘সমাধান যাত্রা’ কর্মসূচিতে বিহারের বৈশালী এলাকায় এক জনসভায় যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানেই জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে জেডিইউ প্রধান বলেন, “যদি মহিলারা শিক্ষিত হতেন, তা হলে জন্মহার কমত। এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন।” এরপরই নীতীশ আর বলেন, “মহিলারা যদি শিক্ষিত হতেন, তা হলে জানতেন, অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে কী করণীয়। এ ব্যাপারে তাঁরা সচেতন হতেন। পুরুষরা উদাসীন। ওঁদের মাথাতেই থাকে না যে, রোজ রোজ বাচ্চার জন্ম দেব না।”

বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার ধারন করেছে। যে ভাষায় মন্তব্য করেছেন নীতীশ, তার সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে এ হেন মন্তব্য করা শোভন নয় বলে সরব হয়েছে পদ্মশিবির। এই প্রসঙ্গে বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরি টুইটারে লিখেছেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে শব্দ প্রয়োগ করেছেন, তা অসংবেদনশীল। এই ধরনের শব্দ প্রয়োগ করে উনি মুখ্যমন্ত্রী পদকে কলুষিত করছেন।”

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version