Thursday, August 28, 2025

মহিলারা অশিক্ষিত, পুরুষরা উদাসীন: জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বেফাঁস মন্তব্য নীতীশের

Date:

রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির(Population) কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। শনিবার বিহারে(Bihar) এক কর্মসূচিতে যোগ দিয়ে এপ্রসঙ্গে বলতে গিয়ে নীতীশ জানালেন, মহিলারা অশিক্ষিত আর পুরুষেরা উদাসীন যার জেরেই রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলার অপেক্ষা রাখে না নীতীশের এই মন্তব্য ব্যাপক বিতর্ক তৈরি করেছে।

শনিবার ‘সমাধান যাত্রা’ কর্মসূচিতে বিহারের বৈশালী এলাকায় এক জনসভায় যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানেই জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে জেডিইউ প্রধান বলেন, “যদি মহিলারা শিক্ষিত হতেন, তা হলে জন্মহার কমত। এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন।” এরপরই নীতীশ আর বলেন, “মহিলারা যদি শিক্ষিত হতেন, তা হলে জানতেন, অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে কী করণীয়। এ ব্যাপারে তাঁরা সচেতন হতেন। পুরুষরা উদাসীন। ওঁদের মাথাতেই থাকে না যে, রোজ রোজ বাচ্চার জন্ম দেব না।”

বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার ধারন করেছে। যে ভাষায় মন্তব্য করেছেন নীতীশ, তার সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে এ হেন মন্তব্য করা শোভন নয় বলে সরব হয়েছে পদ্মশিবির। এই প্রসঙ্গে বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরি টুইটারে লিখেছেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে শব্দ প্রয়োগ করেছেন, তা অসংবেদনশীল। এই ধরনের শব্দ প্রয়োগ করে উনি মুখ্যমন্ত্রী পদকে কলুষিত করছেন।”

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version