Thursday, December 18, 2025

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ ভারতের, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতের

Date:

Share post:

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের প্রথম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। বর্ষাপাড়া স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচকে মিশন বিশ্বকাপের অংশ হিসাবে দেখা হচ্ছে। ২০২৩ একদিনের বিশ্বকাপ হবে ভারতে। তার আগে একদিনের সব ম্যাচই এখন বিশ্বকাপের স্টেজ রিহার্সাল। কিন্তু শেষ মুহূর্তে যশপ্রীত বুমরাহকে সরিয়ে নেওয়ায় চমক আছে। বুমরাহকে জোর করে খেলিয়ে এর আগে একবার মুশকিলে পড়েছিল ভারত। যার জেরে টি-২০ বিশ্বকাপে খেলা হয়নি বুমবুম বুমরাহর। ন্যাড়া একবারই বেলতলায় যায়! বোর্ডও একবারই বুমরাকে নিয়ে ঝুঁকি নিয়ে ঠকেছে। আর নয়।

শ্রীলঙ্কা টি-২০ সিরিজে ২-১-এ হেরেছে। একদিনের ম্যাচে দাসুন শনাকারা কী করেন, সেটাই এখন দেখার। ভারত কিন্তু তারকাদের ফিরিয়ে এনে দলের শক্তিবৃদ্ধি ঘটিয়ে ফেলেছে। অনেকদিন বাদে দ্রাবিড় তাঁর পুরো শক্তির দলকে হাতে পেয়েছেন। রোহিত শর্মা অধিনায়ক হিসাবে ফেরত এসেছেন। ফিরেছেন বিরাট কোহলি, কে এল রাহুলও। কিন্তু এরপরও দুটো প্রশ্ন থাকছে। সেটা প্রথম এগারো নিয়ে। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে আসবেন? শিখর ধাওয়ান এই দলে নেই। ফলে ডান-বাম কম্বিনেশনের স্বার্থে ইশান কিষান আসতে পারেন। তিনি খেললে কিপিংয়ের দায়িত্ব হয়তো তাঁরই। না হলে খেলবেন শুভমন গিল। আবার বোলিংয়ে বুমরাহ না থাকায় কে শামির সঙ্গী হবেন, সেটাও একটা প্রশ্ন। চতুর্থ সিমার হিসাবে হার্দিক প্যাটেল আছেন। শুধু দুই ও তিন নম্বর পেসারের জায়গা ভাগ করে নেবেন উমরান, অর্শদীপ ও সিরাজ। তিনে বিরাট, চারে সূর্য, পাঁচে রাহুল, ছয়ে হার্দিক, সাতে ওয়াশিংটন সুন্দর মোটামুটি নিশ্চিত। আর এটাই বলে দিচ্ছে যে ভারতীয় ব্যাটিং লাইন-আপ কতটা শক্তিশালী। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে অক্ষর প্যাটেলের দলে থাকা একরকম নিশ্চিত। তবে টিম ম্যানেজমেন্ট যদি চ‍্যাহাল বা কুলদীপের কথা ভাবে, তাহলে অন্য কথা। এদিকে, ইশান দলে না থাকলে হয়তো কিপিং করবেন রাহুল। সেরকমই ভাবনা রয়েছে দলের।

এদিন গুয়াহাটিতে বিকেলে প্র্যাকটিস করল ভারত। দিন ও রাতের ম্যাচ বলেই এমন সিদ্ধান্ত। রাতের দিকে শিশির সমস্যায় ফেলতে পারে দুটো দলকে। এখানে সন্ধে হয় তাড়াতাড়ি। শিশিরের জন্য টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শ্রীলঙ্কা টি-২০ সিরিজে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে বড় ব্যাবধানে হারিয়েছিল। সেই ম্যাচে দাসুন শনাকা দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এখানেও শনাকা-হাসরাঙ্গাদের ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...