Tuesday, November 11, 2025

উত্তাল হাইকোর্ট, বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট আইনজীবীদের, বাড়ির পাশে পোস্টার!

Date:

কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট করলেন একশ্রেণীর আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের ১৩ নম্বর আদালত কক্ষের বাইরে প্ল্যাকার্ড হাতে বয়কট কর্মসূচিতে অংশ নেন একদল আইনজীবী। যা নিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনই
উত্তাল হাইকোর্ট।

বয়কট করা আইনজীবীদের অভিযোগ,
বিচারপতি মান্থা “একনায়ক”-এর মতো আচরণ করছেন।
এমন অভিযোগ তুলে বিচারপতির এজলাসে কোনও আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে খবর। শুধু তাই নয়, আটকে রাখা হয়েছে কক্ষের গেটও। এই ধরণের কর্মসূচিতে শোরগোল পড়ে গিয়েছে আদালত চত্বরে। ছড়িয়েছে উত্তেজনাও। জানা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত অ্যান্টর্নি জেনারেলকে ডেকেছেন। কেন এমন ঘটনা, তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।

শুধু হাইকোর্ট নয়, জানা যাচ্ছে, বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির চত্বরে লাগানো হয়েছে পোস্টার। যোধপুর পার্ক এলাকায় বিচারপতির বাড়ির আশেপাশে সেই পোস্টারে ছয়লাপ। যেখানে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, তার উল্লেখ নেই। রাতে কয়েকজন এসে পোস্টার লাগায়, এমনটাই দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তারক্ষীর।

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আদালতের বিষয়ে আমি এখনই মন্তব্য করব না। আমরা সবাই বলি আদালতে যাব। যেখানে সবাই আদালত এই প্রতিষ্ঠানকে মান্যতা দেয় সেখানে শুভেন্দু একা বলে রাজাশেখর মান্থার কোর্টে যাব। তিনি কেন একজন বিচারপতির প্রতি আস্থাশীল! সেটা তাঁর কোন সুপ্ত জায়গায় কোন উদ্দেশ্যে এটি কার্যকর হয়। সেটা মনোবিদ কেন্দ্রিক তদন্ত হলে সেটা বোঝা যাবে।” পাশাপাশি বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার প্রসঙ্গে কুণাল বলেন, “কারা মেরেছে কী মেরেছেন জানি না। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান রাখে তৃণমূল। কথাও কোনও সমস্যা হলে সেটা রায় বা পর্যবেক্ষনের উপর দাঁড়িয়ে মত পার্থক্য হতে পারে। তাঁর অর্থ এই নয় তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে যাবে।”

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version