Wednesday, November 5, 2025

অস্থায়ী হোমগার্ড নিয়োগ নিয়ে প্রশ্ন শুভেন্দুর, বিরোধী দলনেতাকে আদালতে যাওয়ার পরামর্শ তৃণমূলের

Date:

রাজ্য সরকারের অস্থায়ী হোমগার্ড নিয়োগ পদ্ধতি নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটের আগে প্রায় চার হাজার অস্থায়ী হোম গার্ড (Temporary Home Guard Recruitment) নিয়োগের ঘোষণা করেছে রাজ্য। আর সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। তবে শুভেন্দুর সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

উল্লেখ্য, সোমবারই একটি টুইট করেন শুভেন্দু অধিকারী। টুইটে বিরোধী দলনেতা হোমগার্ড নিয়োগে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, রাজ্য স্বরাষ্ট্র দফতর (Home Affairs) ছয় মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকার চুক্তিতে কয়েক হাজার অস্থায়ী হোম গার্ড নিয়োগ করছে। কোনও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই এই পদগুলিতে পূরণ করা হচ্ছে বলে দাবি শুভেন্দুর। সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, সম্ভবত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ক্যাডারদের এভাবে কাজে লাগানো হচ্ছে কিংবা হয়ত শূন্যপদগুলি ঘুষের বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে।

পাশাপাশি এদিন আরও একটি টুইট করছেন শুভেন্দু। সেখানে তিনি উলুবেড়িয়া থানায় নিয়োগ পাওয়া এমন ২৬ জন অস্থায়ী হোমগার্ডের তালিকাও তুলে ধরেছেন। এরপরই রাজ্য স্বরাষ্ট্র দফতরকে শুভেন্দুর প্রশ্ন, ইতিমধ্যেই নিয়োগ পাওয়া হোমগার্ডদের বাছাই প্রক্রিয়া কীভাবে হয়েছে? কারা এই বাছাই করেছেন? কী যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়েছে?

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যিনি অভিযোগ করছেন, তিনিই সম্ভবত শব্দের আশ্রয়ে চলে যাচ্ছেন। প্রত্যেক বছর কোনও না কোনও নির্বাচন থাকে। গতবছর বিধানসভা ভোট ছিল, তারপর পুরসভা ভোট ছিল, এই বছর পঞ্চায়েত ভোট আছে, আগামী বছর লোকসভা ভোট আছে। তাহলে তো কখনও কোনও  কাজ করা যাবে না। করলেই মনে হবে, ওই জন্য কাজ করা হচ্ছে। হোমগার্ড নেওয়ার বিষয়টি প্রশাসনিক বিষয়, আমাদের বিষয় নয়। যদি নেওয়া হয় হোমগার্ড, কী সমস্যা? যদি তাঁরা মনে করে কোনও সমস্যা আছে, তাহলে আদালতে যান। আসলে ওদের গায়ের জ্বালা হচ্ছে নিয়োগে। ওরা চায় না কোনও নিয়োগ হোক। মানসিক হতাশা থেকে এসব বলছে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version