Sunday, August 24, 2025

টি-২০ ফর্ম‍্যাট এখনই ছাড়ছেন না রোহিত, জানালেন স্বয়ং নিজেই

Date:

টি-২০ ফর্ম‍্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়ে এখনও কোন কামাল দেখাতে পারেননি রোহিত শর্মা। বিশেষ করে টি-২০ বিশ্বকাপে ভারতের ব‍্যর্থতার পর রোহিতের ছোট ফর্ম‍্যাটে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহলের একাংশ। তাই ভারতীয় বোর্ড রোহিতের জায়গায় টি-২০ ম‍্যাচে নেতৃত্ব দিচ্ছে হার্দিক পান্ডিয়ার হাতে। আর তাতে কার্যত সফল হার্দিক। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি হার্দিকই যোগ্য চোট ফর্ম‍্যাটের জন‍্য। হার্দিকের অধিনায়কত্বে সিরিজও জিতেছে ভারত। তবে কি এবার ভারতীয় অধিনায়কের পদে কি যবনিকা নেমে আসছে রোহিত শর্মার? আর এবার এই নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। বললেন, এই ফরম্যাট এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছি না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত বলেন,” আমাদের মোট ছয়টা টি-২০ রয়েছে। যার মধ্যে তিনটে হয়ে গিয়েছে। আইপিএলে ছেলেরা কেমন করে দেখতে হবে। আইপিএলের পরই সব ঠিক করা হবে। তবে এই ফর্ম‍্যাট এখনই ছেড়ে দেওয়ার কথা ভাবছি না। আমাদের কাছে এটা একদিনের বিশ্বকাপের বছর। তাই আমাদের অনেকের পক্ষেই সব ফর্ম‍্যাটে খেলা সম্ভব হবে না। সূচিটা দেখলেই বুঝবেন, পরপর ম্যাচ। তাই চাপ কমাতে সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমিও সেই তালিকাতেই পড়েছি।”

সূত্রের খবর, ১ জানুয়ারি দলের পারফরম্যান্স নিয়ে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। ডাকা হয়েছিল কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকেও। ২০২২ সালে টি-২০ ফরম্যাটে ভারতের ব্যর্থতার জেরে রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কার্যত পাকাই করে ফেলা হয়েছিল। সেই বৈঠকেই ঠিক হয়, একদিনের ক্রিকেট ও টেস্টে আপাতত অধিনায়ক রোহিত।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version