Thursday, August 21, 2025

জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের অভিযান শুরু করল ভারত। মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে ৬৭ রানে জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত শতরান বিরাট কোহলির। বল হাতে তিন উইকেট উমরান মালিকের। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল।

গুয়াহাটিতে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে সাত উইকেটে ৩৭৩ রান করে ফেলে ভারতীয় দল। শুরু থেকেই দারুণ খেলতে থাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। গিল যখন আউট হন তখন ভারতের রান ১৪৩। ৭০ রান করেন তিনি। রোহিত শর্মা করেন  ৮৩ রান। বিরাট কোহলি করেন ১১৩ রান। কে এল রাহুল করেন ৩৯ রান। শ্রেয়স আইয়র করেন ২৮ রান। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন রজিথা। একটি করে উইকেট নেন দিলশান মাদুশানাকা, করুনারত্নে, শানাকা এবং ধনঞ্জয় ডি সিলভা।

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত দুই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ২৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট হারায় তারা। এরপর পথুম নিশাঙ্কা ও আসালাঙ্কা কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও ২৮ বলে ২৩ রান করে আসালাঙ্কা আউট হওয়ার পরে আরও সমস্যায় পড়তে হয় শ্রীলঙ্কাকে। এই পার্টনারশিপ ভাঙেন উমরান মালিক। এরপর যদিও ধনঞ্জয় ডি সিলভা ও পথুম নিশাঙ্কা দারুণ জুটি গড়ে তোলেন। দুইজনে ৭২ রান যোগ করেন। ৪০ বলে ৪৭ রান করে মহম্মদ শামির বলে আউট হন ধনঞ্জয়। ১৩৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। যদিও নিশাঙ্কা হাফ সেঞ্চুরি করেন। শেষ অবধি ৮০ বলে ৭২ রান করে উমরান মালিকের শর্ট বলে আউট হন পথুম নিশাঙ্কা। লঙ্কানদের হয়ে লড়াই চালান অধিনায়ক শানাকা। ১০৮ রানে অপরাজিত তিনি। ভারতের হয়ে তিন উইকেট নেন উমরান মালিক। দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চ‍্যাহাল।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version