কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় বুধবারও উত্তপ্ত আদালত চত্বর। ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। পাশাপাশি বিচারপতি মান্থার নামে শহরের একাধিক জায়গায় পোস্টার পড়া নিয়েও দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে।
বুধবার সকালে অবশ্য স্বাভাবিক বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি মান্থার এজলাসে। বার অ্যাসোসিয়েশনের তরফে আদালতকে আশ্বস্ত করে জানানো হয়েছে, আর কেউ বিচারে বাধা দেবে না। দ্রুত সমস্যার সমাধান হবে। বিচারপতি মান্থার বার্তা, ‘আদালতের সম্মান নষ্ট করবেন না।’
প্রসঙ্গত, গত সোমবার আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাস বয়কট ঘিরে উত্তেজনা ছড়ায়। হাইকোর্টের ১৩ নম্বর কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন আইনজীবীদের একাংশ।