Saturday, November 8, 2025

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় বুধবারও উত্তপ্ত আদালত চত্বর। ঘটনায়  ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। পাশাপাশি বিচারপতি মান্থার নামে শহরের একাধিক জায়গায় পোস্টার পড়া নিয়েও দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার সকালে অবশ্য স্বাভাবিক বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি মান্থার এজলাসে। বার অ্যাসোসিয়েশনের তরফে আদালতকে আশ্বস্ত করে জানানো হয়েছে, আর কেউ বিচারে বাধা দেবে না। দ্রুত সমস্যার সমাধান হবে। বিচারপতি মান্থার বার্তা, ‘আদালতের সম্মান নষ্ট করবেন না।’

প্রসঙ্গত, গত সোমবার আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাস বয়কট ঘিরে উত্তেজনা ছড়ায়। হাইকোর্টের ১৩ নম্বর কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন আইনজীবীদের একাংশ। এদিন অবশ্য অন্য ছবি দেখা যায়। বিচারপতি রাজাশেখর মান্থার ১৩ নম্বর কক্ষের বাইরে আর কাউকে দেখা যায়নি। এজলাসের দরজা আটকে থাকতেও কাউকে দেখা যায়নি। সব আইনজীবীই ঢুকেছেন এজলাসে।

 

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version