Sunday, November 9, 2025

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বুধবার কর্ণাটকের (Karnataka) শিবমোগা (Shivamogga) থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত মজিন আব্দুল রহমান এবং নাদিম আহমেদ সরাসরি নাশকতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। এর আগে কর্ণাটক থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ (Interrogates) করেই এই দুই কুখ্যাত জঙ্গির নাম উঠে আসে। তারপরই বুধবার দুজনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে গত বছরের সেপ্টেম্বর (September) মাসে কর্ণাটকের শিমোগা থেকে মাজ মুনির নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। তারপর থেকেই চলে কড়া নজরদারি। তদন্তকারীদের দাবি, কট্টরপন্থী মুনিরই দক্ষিণ কন্নড় জেলার বাসিন্দা মজিনকে প্রভাবিত করে। অন্যদিকে, মুনিরের সহযোগী সৈয়দ ইয়াসিনের হাত ধরেই ধৃত নাদিম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে (Primary Investigation) জানতে পারে এনআইএ। এনআইএ-র বিবৃতি অনুযায়ী, এরা দুজন বিভিন্ন জায়গা ঘুরে দেখে, সেই সব জায়গায় নাশকতা এবং অগ্নিসংযোগ করার চেষ্টা করছিল। আসলে এগুলো ভারতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির জন্য এক বড় ষড়যন্ত্রের অংশ।

প্রাথমিকভাবে গত বছরের ১৯ সেপ্টেম্বর, কর্নাটকের শিবমোগা গ্রামীন থানায় নাশকতার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। পরে ২০২২ সালের ৪ নভেম্বর এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। গত সপ্তাহেই এই মামলার তদন্তে কর্নাটকের ৬ জায়গায় হানা দেয় এনআইএ। ওই সময়ও এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে রেশান তাজুদ্দিন শেখ এবং হুজেইর ফারহান বেগ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version