Saturday, May 3, 2025

বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওড়াল রেল! অবিলম্বে ‘রাজনীতি’ বন্ধের অনুরোধ ব্রাত্যর

Date:

ব্যাবেল (Babel) চলচ্চিত্রের গল্পের সঙ্গে তুলনা করে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় মিল পেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি অভিযোগ করেন, বন্দে ভারতের ঘটনা দেখে মনে হচ্ছে, এটা কোনও ফক্করদের গ্যাং-এর কাজ হতে পারে। তবে এমন কাজকে কোনওভাবেই সমর্থন করেননি শিক্ষামন্ত্রী। তিনি বারবার জানিয়েছেন, এই কাজ অত্যন্ত খারাপ। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়াতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি।

পাশাপাশি এদিন ব্রাত্য বসু আরও জানান, এভাবে বাংলাকে ছোট করা হচ্ছে। একটা ট্রেন দুর্ঘটনা যখন হয় সেটা অত্যন্ত দুঃখের কিন্তু যারা মারা যাচ্ছেন তাঁরা কোন রাজ্যের তা সবার আগে খুঁজতে শুরু করি। পাশাপাশি যিনি চালক তিনি আসলে কোন রাজ্যের মানুষ, যিনি গার্ড রয়েছেন তাঁর বাড়িই বা কোন রাজ্যে, কোনও চালকের শিফট বদলানো হয়েছিল কী না? এগুলো নিয়ে আমার মনে হয় কোনও রাজনীতি করা উচিত নয়। প্রশাসনের পদক্ষেপের উপর ভরসা রাখা উচিত।

উল্লেখ্য, গত সোমবারই ফের পাথর হামলা হয় হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেসে। হুগলির চন্দনপুর (Chandanpur) ও বর্ধমানের (Burdwan) মাঝামাঝি পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত হয় সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সি ফাইভ কামরা। তবে পূর্ব রেলের সিপিআরও একলব‌্য চক্রবর্তী উড়িয়ে তিনি বলেন, পাথর ছোড়ার মতো ঘটনার কোনওরকম তথ‌্যপ্রমাণ পাওয়া যায়নি। ট্রেনটির সিসিটিভি ফুটেজ থেকেও কোনওরকম সন্দহজনক বিষয় দেখতে পায়নি রেল পুলিশও। তিনি আরও জানান, সংগৃহীত সিসিটিভির ফুটেজে এলাকা চিহ্নিত হয়েছে হুগলির দাদপুর থানার অন্তর্গত ঘতমপুর গ্রাম। ওই সময়ে লাইনের ধারের যে ছবি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে, তাতে এমন কোনও ঘটনা চোখে পড়েনি।

আর এই বিষয়েই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আর্জি জানিয়েছেন পাথর ছোড়া নিয়ে এবার বন্ধ হোক রাজনীতি (Politics)।

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version