Sunday, November 9, 2025

বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ ওড়াল রেল! অবিলম্বে ‘রাজনীতি’ বন্ধের অনুরোধ ব্রাত্যর

Date:

ব্যাবেল (Babel) চলচ্চিত্রের গল্পের সঙ্গে তুলনা করে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় মিল পেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি অভিযোগ করেন, বন্দে ভারতের ঘটনা দেখে মনে হচ্ছে, এটা কোনও ফক্করদের গ্যাং-এর কাজ হতে পারে। তবে এমন কাজকে কোনওভাবেই সমর্থন করেননি শিক্ষামন্ত্রী। তিনি বারবার জানিয়েছেন, এই কাজ অত্যন্ত খারাপ। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতি জড়াতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি।

পাশাপাশি এদিন ব্রাত্য বসু আরও জানান, এভাবে বাংলাকে ছোট করা হচ্ছে। একটা ট্রেন দুর্ঘটনা যখন হয় সেটা অত্যন্ত দুঃখের কিন্তু যারা মারা যাচ্ছেন তাঁরা কোন রাজ্যের তা সবার আগে খুঁজতে শুরু করি। পাশাপাশি যিনি চালক তিনি আসলে কোন রাজ্যের মানুষ, যিনি গার্ড রয়েছেন তাঁর বাড়িই বা কোন রাজ্যে, কোনও চালকের শিফট বদলানো হয়েছিল কী না? এগুলো নিয়ে আমার মনে হয় কোনও রাজনীতি করা উচিত নয়। প্রশাসনের পদক্ষেপের উপর ভরসা রাখা উচিত।

উল্লেখ্য, গত সোমবারই ফের পাথর হামলা হয় হাওড়া-এনজেপি (Howrah NJP) বন্দে ভারত এক্সপ্রেসে। হুগলির চন্দনপুর (Chandanpur) ও বর্ধমানের (Burdwan) মাঝামাঝি পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত হয় সেমি হাই স্পিড ট্রেনটির (Semi High Speed Train) সি ফাইভ কামরা। তবে পূর্ব রেলের সিপিআরও একলব‌্য চক্রবর্তী উড়িয়ে তিনি বলেন, পাথর ছোড়ার মতো ঘটনার কোনওরকম তথ‌্যপ্রমাণ পাওয়া যায়নি। ট্রেনটির সিসিটিভি ফুটেজ থেকেও কোনওরকম সন্দহজনক বিষয় দেখতে পায়নি রেল পুলিশও। তিনি আরও জানান, সংগৃহীত সিসিটিভির ফুটেজে এলাকা চিহ্নিত হয়েছে হুগলির দাদপুর থানার অন্তর্গত ঘতমপুর গ্রাম। ওই সময়ে লাইনের ধারের যে ছবি সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে, তাতে এমন কোনও ঘটনা চোখে পড়েনি।

আর এই বিষয়েই এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আর্জি জানিয়েছেন পাথর ছোড়া নিয়ে এবার বন্ধ হোক রাজনীতি (Politics)।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version