Wednesday, November 5, 2025

কাউন্সিলরের হোটেল-বাড়ি রাতভর তল্লাশি, খালি হাতে ফিরল আয়কর বিভাগ

Date:

আয়কর বিভাগের (Income Tax) নজরে এবার কলকাতা পুরসভার (KMC) মেয়র পারিষদ তথা ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববি (Amiruddin Bobby)। এবার তাঁর বাড়ি ও হোটেলে তল্লাশি অভিযান (Search Operation) আয়কর বিভাগের কর্তাদের। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাঁর বাড়ি ও হোটেলে ম্যারাথন তল্লাশির পরেও কোনও নগদ টাকা উদ্ধার হয়নি বলে খবর।

কলকাতার এজেসি বোস রোডে (AJC Bose Road) অবস্থিত আমিরুদ্দিন ববির বিলাসবহুল হোটেলটিতে বুধবার সকাল আটটা নাগাদ আয়কর দফতরের এক বিশাল দল হানা দেয়। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আয়কর দফতরের অভিযোগ, হিসাব বহিভূত বিপুল সম্পত্তির খবর পেয়েই এই অভিযান। তবে উপযুক্ত কোনও প্রমাণ না পেয়ে বিনা কারণে বেছে বেছে বিজেপি (BJP) বিরোধীদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে ম্যারাথন তল্লাশি চালালেও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ও হোটেল থেকে কিছুই উদ্ধার হয়নি বলে খবর। কিন্তু বিনা কারণে বিজেপির উস্কানিতে এভাবে যেকোনো সময় হেনস্থার বিষয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। উল্লেখ্য, ২০১০ সাল থেকে কাউন্সিলর (Councilor) হিসেবে কাজ করছেন। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। ইকবাল আহমেদ যখন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ছিলেন, সেই সময় আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

তবে এই আয়কর হানার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলেই মনে করছেন এই তৃণমূল নেতা। সরাসরি প্রকাশ্যে কিছু না বললেও আমিরুদ্দিন তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আয়কর নিয়ে তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি নিয়মিত আয়কর দেন। তাঁর হোটেল রয়েছে। রয়েছে একাধিক কর্মচারীও। তবে তিনি যা আয়কর দেন সেই হিসাব করলে তার কাছ থেকে যদি বিপুল টাকাও উদ্ধার হত সেক্ষেত্রেও কিছু বলার ছিল না। কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে বলে মত আমিরুদ্দিনের।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version