Tuesday, August 26, 2025

এবার সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ দিলেন বিচারপতি মান্থা

Date:

কলকাতা হাইকোর্টে তাঁর এজলাসের বাইরে বিক্ষোভের জের, আরও কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এজলাসের বাইরে সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ দেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশের পরই শুরু হয়েছে শনাক্তকরণের কাজ।

অন্যদিকে, এজলাসের বাইরে একাংশের আইনজীবীদের বিক্ষোভের প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ “লইয়ার্স ফর জাস্টিস” নামে আইনজীবীদের একটি সংগঠন। আজ, বৃহস্পতিবার বিকেলে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। সংগঠনের সদস্যদের দাবি, এই ঘটনা আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করেছে। তাঁরাও বিক্ষোভকারীদের শাস্তির দাবি তুলেছেন।

প্রসঙ্গত, গত সোমবার ঘটনার সূত্রপাত। ওইদিন সকাল থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একটি বড় অংশ। বিক্ষোভের জেরে এজলাসে ছেড়ে চলে যান বিচারপতি মান্থা। অনেক মামলার শুনানি আটকে যায়। তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা –”লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?” তাঁর যোধপুর পার্কের বাড়ির বাইরেও কেউ বা কারা পোস্টার সাঁটায়। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলে।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version