Thursday, December 25, 2025

নন্দনে মুক্তি পেল প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ তথ্যচিত্র

Date:

Share post:

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)মৃ*ত্যুর দু-বছর পর মুক্তি পেল তাঁর অভিনীত শেষ তথ্যচিত্র (Documentry)’আমি সৌমিত্র’ (Aami Soumitra)। উচ্ছ্বসিত পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee) এবং প্রযোজক অরিন্দম চট্টোপাধ্যায় (Arindam Chatterjee)। ভারতলক্ষ্মী স্টুডিওতে (Bharatlaxmi Studio) জীবনের শেষ শ্যুটিং করেছিলেন কিংবদন্তি অভিনেতা। এবার সেই ছবি মুক্তি পেল বড় পর্দায়। সৌমিত্র-কন্যা পৌলোমী বসু (Polulami Basu)এই বিষয়ে জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।

বাঙালির নস্টালজিয়ার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বাঙালির আবেগ জুড়ে নন্দন (Nandan)প্রেক্ষাগৃহ। ভাল সিনেমা নন্দনে দেখতে চান কলকাতার দর্শক। তাই ‘আমি সৌমিত্র’ সেখানে মুক্তি পাওয়া নিঃসন্দেহে বড় ঘটনা। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল অভিনেতা ছিলেন না, কবিতা, আবৃত্তি, ছবি আঁকা, নাটক, লেখা, পরিচালনা- অর্থাৎ সংস্কৃতির সব দিক ছুঁয়েছিলেন অভিনেতা। অসামান্য অবদান তাঁর বাংলা চলচ্চিত্রে, কাজ পাগল মানুষটি মৃত্যুর আগে পর্যন্ত কাজে ডুবে ছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রের শ্যুটিং শেষ করেছিলেন তিনি। পরিচালক সায়ন্তনের এই তথ্যচিত্রে কিংবদন্তি অভিনেতার সিনেমা, থিয়েটার এবং ছবি আঁকার নানা দিক তুলে ধরা হয়েছে। নানা আঙ্গিকে বাঙালির প্রিয় অভিনেতা ফ্রেম বন্দি। শিল্পী সৌমিত্র থেকে কবি সৌমিত্র, অভিনেতা সৌমিত্র থেকে বাচিক শিল্পী – নানা রূপে তাঁকে দেখা যাচ্ছে ‘আমি সৌমিত্র’তথ্যচিত্রে। বাবার শেষ কাজ সকলকে দেখার অনুরোধ করেছেন পৌলোমী বসু। তিনি লিখেছেন, “বন্ধুরা শেষমেশ আমাদের তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ মুক্তি পাচ্ছে। জানি শেষ মুহূর্তে জানাচ্ছি। নন্দন ২-তে অর্থাৎ প্রথম প্রদর্শিত হবে এই তথ্যচিত্র, শো টাইম বেলা ১টা। এক সপ্তাহ ধরে দেখানো হবে আমার বাবার জীবনের উপর তৈরি এই তথ্যচিত্র। তাই এসে দেখে যাবেন বন্ধুরা।”

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...