Friday, November 14, 2025

ছাত্রীদের হোস্টেলে দুষ্কৃ*তী হানা! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

Date:

রাতের অন্ধকারে ছাত্রীদের হোস্টেলে (Hostel) দুষ্কৃতী তাণ্ডব! ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে (University)। এদিকে নিরাপত্তার (Security) দাবিতে শুক্রবার সকাল থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) হোস্টেলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। ঘটনার তদন্তে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, এমন এমন ঘটনা হামেশাই লেগে থাকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। ঘটনার পরই হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসানো হবে সিসি ক্যামেরাও (CCTV Camera)।

পাশাপাশি ঘটনার জেরে এদিন নিরাপত্তার দাবিতে হোস্টেলে দীর্ঘদিন বিক্ষোভ দেখান ছাত্রীরা। বাধ্য হয়ে ময়দানে নামতে হয় উপাচার্যকে (Vice Chancellor)। এরপরই পরিস্থিতি সামাল দিতে হোস্টেলের সামনে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য মানসকুমার সান্যাল। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন। এরপরই পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেন।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের গেট। এরপর গভীর রাতে ছাত্রীরা টের পায় হোস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাতেই শোরগোল পড়ে যায় হোস্টেলে। এরপরই হোস্টেল থেকে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version