Saturday, November 8, 2025

চরবৃত্তির মিথ্যা অভিযোগ! ব্রিটিশ নাগরিককে ফাঁ*সি ইরানের, তীব্র নিন্দা ঋষি সুনাকের

Date:

ব্রিটিশ ইরানি নাগরিককে (British Iranian citizen) এবার ফাঁসির সাজা দিল ইরান (Iran)। তবে ঠিক কবে এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে ব্রিটিশ নাগরিকের নাম আলিরেজা আকবরি (Alireja Akbari)। তাঁকে ‘দুঁদে ব্রিটিশ গুপ্তচর’ (Spy) বলে চিহ্নিত করেছিল ইরান। ২০১৯ সালে তাঁকে গ্রেফতার করা হয়। আর আচমকা শনিবার বছর তিনেক পর দেশের বিচার বিভাগ আকবরিকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর নিশ্চিত করেছে। তবে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)।

আলিরেজা আকবরির পরিবার সূত্রে খবর, এতদিন তাঁকে ইরানের একটি কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছিল। গত বুধবার জেলে গিয়ে তাঁর সঙ্গে শেষ দেখা করে এসেছিলেন আকবরির স্ত্রী। কিন্তু সেটাই যে শেষ সাক্ষাৎ ছিল, তা কে জানত! আর শনিবার মিলল দুঃসংবাদ। তবে কবে আকবরিকে ফাঁসিতে ঝোলানো হল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের বিচার বিভাগ।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের কারাগারে আকবরির উপর অমানবিক অত্যাচারের খবর প্রকাশ্যে আসে। অপরাধ না করলেও তাঁকে বারবার অপরাধ স্বীকার করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ২০১৯ সালে ইরানের তরফে তাঁকে এক আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আর তিনি সেখানে গেলে অনুষ্ঠানের পর ব্রিটেনের হয়ে চরবৃত্তি (Spying), তথ্যপাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেন ইরানের গোয়েন্দারা। একটি অডিও বার্তায় আকবরি জানিয়েছিলেন, তাঁকে ৩৫০০ ঘণ্টা ধরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁকে যে ফাঁসিতে ঝোলানো হবে, তার আঁচ তিনি আগেই করেছিলেন।

এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানান, বর্বরতার জমানায় এ যেন এক ভীরুতার নজির। মানবাধিকার বলে আর কিছু অবশিষ্ট নেই ইরানে। আমরা সবরকমভাবে আকবরির পরিবারের পাশে আছি।

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version