Tuesday, August 26, 2025

হাওড়ার বি গার্ডেন থানা (Howrah B Garden Police Station) সংলগ্ন ভারপট্টি এলাকায় (Bharpatti Area) রাস্তায় পাথর রাখা নিয়ে চা বিক্রেতা (Tea Seller) আর টোটো চালকের (Toto Driver) বচসার খেসারত দিলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলার জন্য রাস্তার পাশে পাথর রাখা ছিল। শুক্রবার সন্ধ্যায় রাস্তা থেকে পাথর সরানো নিয়ে এক চা বিক্রেতার সঙ্গে টোটো চালকের গন্ডগোল বাধে। তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, শনিবার সকালে বেশ কয়েকজন টোটো চালক ওই চা বিক্রেতার ওপর চড়াও হন বলে খবর। চা বিক্রেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। এরপর স্থানীয় এক প্রতিবেশী প্রতিবাদ করতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। রাস্তার পাশে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন হাওড়ার বি গার্ডেন থানা সংলগ্ন ভারপট্টি এলাকায় প্রতিদিনই বেপরোয়া গতিতে টোটো যাতায়াত করে। এর জেরে ছোট বড় দু*র্ঘটনা ঘটতেই থাকে। রাস্তার পাশে পাথর রেখে দিয়েছিলেন স্থানীয়রা যাতে টোটো চালকরা সতর্কভাবে গাড়ি চালান। কিন্তু তাঁরা উল্টে পাথর সরিয়ে দেওয়ার কথা বলেন। সেই নিয়ে বচসার জেরে চা বিক্রেতাকে মারধর করতে শুরু করেন অভিযুক্ত দুই টোটো চালক। পঞ্চাশোর্ধ ব্যক্তিও তাঁদের মারের হাত থেকে রেহাই পান নি। ওই ব্যক্তির মৃ*ত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত দুই টোটো চালককে গ্রেফতার করার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের বিশেষ ফোর্স নামানো হয়েছে বলে খবর।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version