Thursday, August 21, 2025

পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Government of India)। সেই কথা মাথায় রেখে এবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও (West Bengal HS Exam) স্পর্শকাতর কেন্দ্রগুলিকে নিয়ে এখন থেকেই সতর্ক হতে চাইছে সংসদ। সেইসব কেন্দ্রগুলিতে সিসিটিভি (CCTV) বসানো হতে পারে বলে সূত্রের খবর। অতি স্পর্শকাতর কেন্দ্রগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হবে।

শিক্ষা সংক্রান্ত একাধিক অভিযোগে জেরবার হতে হয়েছে রাজ্য সরকারকে। তাই এবার সব পরীক্ষার ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে চায় রাজ্য শিক্ষা দফতর। এবারের উচ্চমাধ্যমিকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসতে চলেছেন । গত বছর পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া। এবার সেই সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক, শেষ হবে ২৭ মার্চ। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। সূত্রের খবর, স্কুলে পরীক্ষার পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে মাঠে নেমেছেন সংসদের কর্তারা। রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে, এমনকী পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পড়তে হবে কড়া চেকিংয়ের মুখে। সিসিটিভি থাকবে বলেই সংসদ সূত্রে খবর।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version