Friday, November 14, 2025

শহর বাঁচাতে জলাভূমির সংরক্ষণ জরুরি! বিশেষ পরিকল্পনা রাজ্যের

Date:

পূর্ব কলকাতা জলাভূমির রক্ষা ও (Protection of Wetlands) ব্যবস্থাপনায় এবার বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার (Government of West Bengal) । জানা গিয়েছে, সরকারি বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি (Committee) গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণের আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। আর তারই ভিত্তিতে ওই পরিকল্পনা রূপায়িত হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূইঁয়া (Manas Bhunia)।

পরিবেশ মন্ত্রী আরও জানান, ভূমি ও ভূমি সংস্কার, সেচ, পুর ও নগরোন্নয়ন জলসম্পদ এবং পরিবেশ দফতরকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে। কমিটি জলাভূমির বর্তমান অবস্থা, জমির চরিত্র, জীব বৈচিত্র্য সব খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে মানুষ ও প্রকৃতিকে একসঙ্গে রক্ষা করাই সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় পাঁচ বছর মেয়াদী একটি সুসংহত পরিকল্পনা তৈরি করা হয়েছে, যার বাজেট ধার্য করা হয়েছে প্রায় ১১১ কোটি টাকা। এর ৬০ শতাংশ দেবে কেন্দ্র এবং ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার।

প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর বিস্তৃত পূর্ব কলকাতা জলাভূমিতে পরিপূর্ণ আর এই জলাভূমি প্রাকৃতিক উপায়ে শহরের প্রায় ৯১ কোটি লিটার নোংরা জল পরিশোধন করে। তার ফলে সরকারের কোষাগারের কয়েক কোটি টাকা বেঁচে যায়। শুধু তাই নয়, এই জলাভূমি বছরে ২২ হাজার টন মাছ, ১৬ হাজার টন ধান ও দৈনিক ১৫০ টন শাক-সব্জি উত্পাদন করে। পাশাপাশি এই এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস, রয়েছে কমপক্ষে ১১০টি গ্রাম। এই এলাকাতে পরিযায়ী পাখি সহ কয়েকশো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বসবাস এই এলাকায়।

আরও পড়ুন- সোমে সাগরদিঘিতে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, দেখা করবেন প্রয়াত মন্ত্রীর পরিবারের সঙ্গেও

 

Related articles

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...

Over rated-Over hyped! অভিষেকের মন্তব্যই মিলে গেল বিহারে পিকে-র দলের ভরাডুবিতে

নির্বাচনের আগে এত লাফালাফি। নিজেকে প্রায় কিং মেকারের ভূমিকায় রেখে প্রচার চালিয়েছিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)...
Exit mobile version