Thursday, November 13, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও দলের খেলায় খুশি জুয়ান

Date:

শনিবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। ম‍্যাচ হারলেও ফুটবলারদের খেলায় খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ঘরের মাঠে আবারও মুম্বই কাঁটায় বিদ্ধ বাগান। লালরিনজুয়ালা ছাঙতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে। বারে বারে সেই গোল শোধ করার সুযোগ এলেও কাজের কাজ করতে পারেননি লিস্টন কোলাসোরা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। ভাল খেললেও হারতে হয়েছে তাদের। ম‍্যাচ হারের পর চোট আঘাত সমস্যাকেই ম্যাচ হারের জন্য দায়ি করছেন জুয়ান।

তিনি বলেন, “চোট আঘাত সমস্যা এতটাই আমাদের সমস্যায় ফেলেছে যে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পর একটা ম্যাচেও আমরা ছয় বিদেশি ফুটবলারকে খেলাতে পারিনি।  আমি খুশি যে ফুটবলাররা নিজেদের খেলা দেখিয়েছে। তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।” কাঁধের চোটে কাবু হুগো বৌমোস ইঞ্জেকশন নিয়ে খেলেছেন বলে জানালেন জুয়ান। ফুটবলারদের এমন আচরণই হারের পরেও তৃপ্ত করছে ফেরান্দোকে।

দল হারলেও এখনও ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন জুয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা ফুটবল। কখনও হারতে হয়, কখনও ড্র করে সন্তুষ্ট থাকতে হয় তো কখনও দল জেতে। আসল কথাটা হল ভাল খেলা। আমরা ভাল খেলেছি। সুযোগ তৈরি করেছি। হারতে হওয়ায় হতাশ। আমরা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দারুণ খেলেছি।”

বারবার সুযোগ তৈরি করার পরেও হারতে হওয়ায় আবারও প্রশ্ন উঠছে স্ট্রাইকারদের নিয়ে। প্রশ্ন উঠছে বিদেশি স্ট্রাইকার না নেওয়া নিয়ে। তবে নিজের অবস্থানে অনড় জুয়ান। তিনি বলেন, “একটা লোক কোনও সমাধান হতে পারে না। ১১ জনের গোল করার দায় থাকা উচিত। আবারও বলব আমরা সুযোগ তৈরি করেছি। তবে ওদের গোলরক্ষক অসাধারণ।”

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version