Monday, May 5, 2025

শনিবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। ম‍্যাচ হারলেও ফুটবলারদের খেলায় খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ঘরের মাঠে আবারও মুম্বই কাঁটায় বিদ্ধ বাগান। লালরিনজুয়ালা ছাঙতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে। বারে বারে সেই গোল শোধ করার সুযোগ এলেও কাজের কাজ করতে পারেননি লিস্টন কোলাসোরা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। ভাল খেললেও হারতে হয়েছে তাদের। ম‍্যাচ হারের পর চোট আঘাত সমস্যাকেই ম্যাচ হারের জন্য দায়ি করছেন জুয়ান।

তিনি বলেন, “চোট আঘাত সমস্যা এতটাই আমাদের সমস্যায় ফেলেছে যে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পর একটা ম্যাচেও আমরা ছয় বিদেশি ফুটবলারকে খেলাতে পারিনি।  আমি খুশি যে ফুটবলাররা নিজেদের খেলা দেখিয়েছে। তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।” কাঁধের চোটে কাবু হুগো বৌমোস ইঞ্জেকশন নিয়ে খেলেছেন বলে জানালেন জুয়ান। ফুটবলারদের এমন আচরণই হারের পরেও তৃপ্ত করছে ফেরান্দোকে।

দল হারলেও এখনও ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন জুয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা ফুটবল। কখনও হারতে হয়, কখনও ড্র করে সন্তুষ্ট থাকতে হয় তো কখনও দল জেতে। আসল কথাটা হল ভাল খেলা। আমরা ভাল খেলেছি। সুযোগ তৈরি করেছি। হারতে হওয়ায় হতাশ। আমরা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দারুণ খেলেছি।”

বারবার সুযোগ তৈরি করার পরেও হারতে হওয়ায় আবারও প্রশ্ন উঠছে স্ট্রাইকারদের নিয়ে। প্রশ্ন উঠছে বিদেশি স্ট্রাইকার না নেওয়া নিয়ে। তবে নিজের অবস্থানে অনড় জুয়ান। তিনি বলেন, “একটা লোক কোনও সমাধান হতে পারে না। à§§à§§ জনের গোল করার দায় থাকা উচিত। আবারও বলব আমরা সুযোগ তৈরি করেছি। তবে ওদের গোলরক্ষক অসাধারণ।”

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version