Saturday, November 15, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও দলের খেলায় খুশি জুয়ান

Date:

শনিবার মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। ম‍্যাচ হারলেও ফুটবলারদের খেলায় খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ঘরের মাঠে আবারও মুম্বই কাঁটায় বিদ্ধ বাগান। লালরিনজুয়ালা ছাঙতের গোলে হারতে হয়েছে মোহনবাগানকে। বারে বারে সেই গোল শোধ করার সুযোগ এলেও কাজের কাজ করতে পারেননি লিস্টন কোলাসোরা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় মোহনবাগান ফুটবলারদের। ভাল খেললেও হারতে হয়েছে তাদের। ম‍্যাচ হারের পর চোট আঘাত সমস্যাকেই ম্যাচ হারের জন্য দায়ি করছেন জুয়ান।

তিনি বলেন, “চোট আঘাত সমস্যা এতটাই আমাদের সমস্যায় ফেলেছে যে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচের পর একটা ম্যাচেও আমরা ছয় বিদেশি ফুটবলারকে খেলাতে পারিনি।  আমি খুশি যে ফুটবলাররা নিজেদের খেলা দেখিয়েছে। তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।” কাঁধের চোটে কাবু হুগো বৌমোস ইঞ্জেকশন নিয়ে খেলেছেন বলে জানালেন জুয়ান। ফুটবলারদের এমন আচরণই হারের পরেও তৃপ্ত করছে ফেরান্দোকে।

দল হারলেও এখনও ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রাখছেন জুয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা ফুটবল। কখনও হারতে হয়, কখনও ড্র করে সন্তুষ্ট থাকতে হয় তো কখনও দল জেতে। আসল কথাটা হল ভাল খেলা। আমরা ভাল খেলেছি। সুযোগ তৈরি করেছি। হারতে হওয়ায় হতাশ। আমরা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দারুণ খেলেছি।”

বারবার সুযোগ তৈরি করার পরেও হারতে হওয়ায় আবারও প্রশ্ন উঠছে স্ট্রাইকারদের নিয়ে। প্রশ্ন উঠছে বিদেশি স্ট্রাইকার না নেওয়া নিয়ে। তবে নিজের অবস্থানে অনড় জুয়ান। তিনি বলেন, “একটা লোক কোনও সমাধান হতে পারে না। ১১ জনের গোল করার দায় থাকা উচিত। আবারও বলব আমরা সুযোগ তৈরি করেছি। তবে ওদের গোলরক্ষক অসাধারণ।”

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version