প্রযুক্তির সাহায্যে ভিডিয়ো কল বা সোশাল মিডিয়া চ্যাটে কারসাজি করে নগ্ন মহিলা বা পুরুষের সঙ্গে ছবি জুড়ে ব্ল্যাকমেল ও সেখান থেকে ঘনঘন টাকা আদায়ের একাধিক ঘটনা বিভিন্ন সময় সামনে এসেছে। এমনই এক ঘটনায় বছর কুড়ির এক যুবককে শনিবার দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
করণ রস্তোগি নামের ওই যুবক ‘সেক্সটরশন’ র্যাকেট চক্রের সদস্য বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নামে খোলা একটি ভুয়ো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ওই চিকিৎসককে ফাঁদে ফেলা হয়েছিল। অনলাইনে নিয়মিত ওই চিকিৎসকের সঙ্গে চলত চ্যাটিং।
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, মহারাষ্ট্র ও দিল্লির নম্বর ব্যবহার করে ওই চিকিৎসককে ভিডিয়ো কল করা হয়েছিল।