Sunday, November 9, 2025

অশোধিত জ্বালানির দাম চড়ছেই। যদিও তাতে দর যে একধাক্কায় অনেকটা বেড়েছে এমন কোনও বিষয় নেই। কারণ, দর বাড়লেও মাঝে অনেকটা দাম কমে যাওয়ায় ফের দর বৃদ্ধির পরেও এখনও স্বস্তি পেতে পারে তেল সংস্থাগুলি। গত এক সপ্তাহের দামের গ্রাফের দিকে তাকালে দেখা যাবে, বিগত টানা ৭ দিন ধরে অশোধিত জ্বালানির দর ক্রমশই ঊর্ধ্বমুখী। গত ৯ জানুয়ারি যে অশোধিত তেলের দাম ছিল ৭৯ ডলার প্রতি ব্যারেল, সেই দাম ১৫ জানুয়ারি বেড়ে হয়েছে ৮৫ ডলারে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় এই দর পৌঁছেছিল ১২৬ ডলার প্রতি ব্যারেলে। অর্থাৎ কাঁচা জ্বালানির দর বিগত কয়েক মাসে কমেছে প্রায় ৪০ ডলার। তবে তাতে কোনও প্রভাব পড়েনি দেশী. বাজারের জ্বালানির দামে। এবার দেখে নেওয়া যাক দেশের কোন শহরে পেট্রল-ডিজেলের দর কত রয়েছে?
দেশের রাজধানী শহর নয়াদিল্লিতেও জ্বালানির দাম রয়েছে চড়া। তবে তা অন্য শহরের তুলনায় রয়েছে অনেকটা কম। নয়া দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ৯৬ টাকা ৭২ পয়সা। অন্যদিকে, ডিজেলের দর রয়েছে ৮৯ টাকা ৬২ পয়সা।
দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৬ টাকা ৩১ পয়সা। আবার এই শহরে প্রতি লিটার ডিজেলের দর রয়েছে ৯৪ টাকা ২৭ পয়সা। মেট্রো শহরের বিচারে মুম্বইতেই জ্বালানির দর সবচেয়ে বেশি।
দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর শহর চেন্নাইতেও জ্বালানির দাম রয়েছে আকাশ ছোঁয়া। এই শহরে প্রতি লিটার পেট্রলের দর রয়েছে ০১ টাকা ৯৪ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম চেন্নাইতে রয়েছে ৯৪ টাকা ২৪ পয়সা। কলকাতার তুলনায় চেন্নাইতে পেট্রলের দাম লিটারে প্রায় ৪ টাকা কম। অন্যদিকে চেন্নাইতে ডিজেলের দাম রয়েছে ২ টাকা বেশি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version