Thursday, January 29, 2026

অবশেষে উদ্ধার ব্ল্যাকবক্স, নেপাল বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য এবার সামনে আসতে চলেছে

Date:

Share post:

অবশেষে খুঁজে পাওয়া গেল নেপালের (Nepal) পোখারায় (Pokhra) বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স (Black Box)। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, ব্ল্যাকবক্স থেকে বিমান দুর্ঘটনায় বিষয়ে অনেক তথ্য জানা যাবে। যেখান থেকে দুর্ঘটনার প্রকৃত তথ্য উঠে আসবে।

এদিকে, নেপালের পোখারায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭২ আরোহী ছিলেন। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনায় সকলেই প্রাণ হারালেন।

নেপালের পুলিশের মুখপাত্র ডিআইজি টেক প্রসাদ রাইয়ের (Prasad Rai) কথায়, “এখনও পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁরা জীবিত নাকি মৃত হাসপাতাল কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি। এদিকে ইয়েতি এয়ারলাইনস এখন পর্যন্ত ৬৯ জনের নিহতের কথা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু (Kathmandu) থেকে পোখারায় (Pokhra) যাচ্ছিল। বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোখারার পুরানো বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ায় এবার নেপাল বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য সামনে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...