Thursday, August 21, 2025

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি প্রান্তে বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে এবং তাঁদের নানা সমস্যার সমাধান করতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কর্মীরা। বাদ যাচ্ছেন না বিধায়ক- মন্ত্রীরাও। সেইমতোই জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)। আর সেই কাজেই তিনি পৌঁছে গেলেন কালিকাপুর-১ পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ায়। সেখানে থাকেন যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এবার তাঁর এলাকার বিধায়ক লাভলি। এবার তিনি পৌঁছে গেলেন দাপুটে বাম নেতার বাড়িতে।

মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্রে দলীয় কর্মসূচি পালন করছিলেন লাভলি মৈত্র। কালিকাপুর এলাকার কয়েকটি বাড়ি ঘুরে তৃণমূল বিধায়ক পৌঁছে যান সুজনের বাড়িতেও। যদিও বামনেতা তখন বাড়িতে ছিলেন না। মঙ্গলবার সুজন চক্রবর্তীর দাদা রতন চক্রবর্তী এবং তাঁর ভাই রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলি। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরই ফোনে লাভলি মৈত্রের সঙ্গে কথা হয় বাম নেতার । সেখানেই জানা যায় তৃণমূল বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সুজন চক্রবর্তী। ‘দিদির দূত’ লাভলি মৈত্র এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন । তাই তাঁর বিধানসভা এলাকায় যাঁদের বাস তাঁদের প্রত্যেকের বিষয়ে তিনি খোঁজ খবর নেন। সুজন চক্রবর্তী তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন বাম নেতার সেই আমন্ত্রণ রক্ষা করার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version