Saturday, November 8, 2025

রাজনৈতিক সৌজন্য : বাম নেতা সুজনের দুয়ারে ‘দিদির দূত’ লাভলি

Date:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি প্রান্তে বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে এবং তাঁদের নানা সমস্যার সমাধান করতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কর্মীরা। বাদ যাচ্ছেন না বিধায়ক- মন্ত্রীরাও। সেইমতোই জনসংযোগ কর্মসূচিতে নেমেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)। আর সেই কাজেই তিনি পৌঁছে গেলেন কালিকাপুর-১ পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ায়। সেখানে থাকেন যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এবার তাঁর এলাকার বিধায়ক লাভলি। এবার তিনি পৌঁছে গেলেন দাপুটে বাম নেতার বাড়িতে।

মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্রে দলীয় কর্মসূচি পালন করছিলেন লাভলি মৈত্র। কালিকাপুর এলাকার কয়েকটি বাড়ি ঘুরে তৃণমূল বিধায়ক পৌঁছে যান সুজনের বাড়িতেও। যদিও বামনেতা তখন বাড়িতে ছিলেন না। মঙ্গলবার সুজন চক্রবর্তীর দাদা রতন চক্রবর্তী এবং তাঁর ভাই রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন লাভলি। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরই ফোনে লাভলি মৈত্রের সঙ্গে কথা হয় বাম নেতার । সেখানেই জানা যায় তৃণমূল বিধায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন সুজন চক্রবর্তী। ‘দিদির দূত’ লাভলি মৈত্র এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন । তাই তাঁর বিধানসভা এলাকায় যাঁদের বাস তাঁদের প্রত্যেকের বিষয়ে তিনি খোঁজ খবর নেন। সুজন চক্রবর্তী তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন বাম নেতার সেই আমন্ত্রণ রক্ষা করার।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version