ছন্দে ফিরছে শীত! কিছুটা কমল তাপমাত্রা

বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় ঝোড়ো ব্যাটিং শুরু করে শীত। মাঝে কদিন বিশ্রাম নিলেও মকর সংক্রান্তির পর আবার ছন্দে ফিরছে শীত। সোমবারের পর মঙ্গলবারও ফের কমল তাপমাত্রার পারদ।যদিও কনকনে ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না।

আরও পড়ুন:নেপালের বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান ইয়েতি এয়ারলাইন্সের মালিকও

মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা কিছুটা কমেছে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা কমে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা দুই ডিগ্রি বেশি।


সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। মঙ্গলবারের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘমুক্ত থাকবে। তবে সকালের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে। বেলা বাড়লে অবশ্য কুয়াশা কেটে যাবে।তবে উত্তরবঙ্গেও মঙ্গলবার ঘন কুয়াশা ছেয়ে থাকবে। যা থেকে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে।