Friday, November 14, 2025

কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে সমর্থন: মেঘালয়ে তৃণমূলের জয়ের সুর বাঁধলেন অভিষেক

Date:

ভোটের বাদ্যি বেজে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে(Meghalaya)। ইতিমধ্যেই এই রাজ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বুধবার উত্তর গারো পাহাড়ে জনসভায় এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এই জনসভা থেকেই মেঘালয়বাসীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করলেন, কেন্দ্রের বঞ্চনার শিকার উত্তরপূর্বের এই রাজ্যে সোনালি দিন ফেরাতে পারে একমাত্র তৃণমূল(TMC)। পাশাপাশি অভিষেক সতর্ক করে দিলেন, বিজেপি ও এনপিপিকে হারাতে কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ হল ঘুরিয়ে বিজেপিকে সমর্থন করা। বিজেপিকে যদি কেউ হারাতে পারে তবে সেটা একমাত্র তৃণমূল।

বুধবার উত্তর গারো পাহাড়ের তুরায় তৃণমূলের জনসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ এই বৈঠক ঐতিহাসিক হতে চলেছে। আজ ১৮ জানুয়ারি ১৫ দিন আগে এই জনসভার পরিকল্পনা করা হয়েছিল। আর আজই নির্বাচন কমিশনের তরফে মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা। আর আজ এই অনুষ্ঠান থেকেই এনপিপি ও দুর্নীতিগ্রস্ত এনডিএ সরকারের পেরেক পোঁতা হবে।” সভা থেকে অভিষেক বলেন, “সময় যত গড়াচ্ছে মেঘালয়ে ততই শক্তিশালী হয়ে উঠছে তৃণমূল।” অন্যদিকে বিজেপি ও এনপিপির সরকারকে তোপ দেগে অভিষেক বলেন, গত ৫ বছরে মেঘালয়ে কোনও উন্নয়ন করেনি বিজেপি ও এনপিপির সরকার। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সমস্ত দিক থেকে মেঘালয় পিছিয়েছে। সাধারণ মানুষকে লুঠ করেছে ডবল ইঞ্জিনের সরকার। এই পরিস্থিতি থেকে মেঘালয়ে সোনালি দিন ফেরাতে পারে একমাত্র তৃণমূল। একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে অভিষেক বলেন, মেঘালয়ে তৃণমূল ক্ষমতায় এলে কোনও মানুষ বঞ্চিত হবে না।

এছাড়াও এই সভা থেকে মানুষকে সতর্ক করে অভিষেক বলেন, বিজেপি ও এনপিপির শাসন থেকে মুক্তি পেতে যদি তারা ভেবে থাকেন কংগ্রেসকে ভোট দেবেন তবে এই ভাবনা ভুল। বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখে একমাত্র তৃণমূল। আর কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে ভোট দেওয়া। পাশাপাশি মেঘালয়বাসীকে আশ্বস্ত করে অভিষেক আরও জানান, “মেঘালয় শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্র। বাইরের কেউ নয়। গুয়াহাটি থেকে মেঘালয় পরিচালিত হবে না।” এছাড়াও বিজেপি দ্বারা কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক স্বার্থে ব্যবহার প্রসঙ্গে অভিষেক বলেন, “বিজেপিকে আটকাতে সবরকম শক্তি ব্যবহার করছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির কাছে তৃণমূল মাথা নত করবে না।” পাশাপাশি লোকসভা নির্বাচনকে নজরে রেখে অভিষেক বার্তা দেন, কথায় বলে সূর্য পূর্ব দিন থেকে ওঠে আসন্ন লোকসভা নির্বাচনেও সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। বাংলা, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এই রাজ্যগুলিই ঠিক করে দেবে দিল্লির মসনদে কে বসবে।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version