ভোররাতে মেচেদায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃ*ত বাবা ও মেয়ের

ভোররাতে পূর্ব মেদিনীপুরের মেচেদার স্টেশনের কাছে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বুধবার ভোরের এই ভয়াবহ আগুনে বস্তির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয় বাবা গকুল কর ও মেয়ে মলিনার। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও কোলাঘাট থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান।

আরও পড়ুন:মাঘের শুরুতেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ফের জাঁকিয়ে ঠান্ডা কবে?

স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। বস্তির একটি বাড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। প্রায় ১৫টি বাড়ি ভস্মীভুত হয়ে যায়।সেই সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারলেও অসুস্থ গোকুল ও তাঁর মেয়ে বাড়িতে আটকে পড়েন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।



পুলিশ সূত্রে খবর, মেচেদা রেল ব্রিজের কাছে বস্তির প্রায় ১৫টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগাই। দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি।