Sunday, November 9, 2025

মেঘালয়ে পরিবর্তনের ডাক, দুর্নীতিগ্রস্ত সরকার বদলাতে তৃণমূলই একমাত্র বিকল্প: মমতা

Date:

ফের পরিবর্তনের ডাক তৃণমূল (TMC) সুপ্রিমোর। এবার মেঘালয়ে (Meghalaya)। বুধবার, মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে তৃণমূলের জনসভা থেকে সে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত সরকার বদলাতে তৃণমূলই একমাত্র বিকল্প। তাঁর কথায়, বিজেপির (BJP) ডবল ইঞ্জিন সরকার, ডবল মুখোশের সরকার।

মেঘালয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে বিজেপির প্রক্সি সরকার চলছে। আসল কলকাঠি নাড়ছে দিল্লি (Delhi)। বিজেপি মেঘালয়ে অপশাসন চালাচ্ছে। নির্বাচনের আগে বিজেপি ডবল ইঞ্জিনের কথা বলেছিল। এখন দেখা যাচ্ছে এটা ডবল মুখোশ- তীব্র কটাক্ষ মমতার। তৃণমূল সভানেত্রীর অভিযোগ, মানুষের জন্য কিছুই করেনি মেঘালয় সরকার। কেন বিজেপি ক্ষমতায় থাকার এতদিন পরেও বেকারের সংখ্যা এত বেশি! প্রশ্ন তোলেন মমতা। এরপরেই তুলে ধরেন তাঁর জমানায় বাংলার উন্নয়নের পরিসংখ্যান। জানান, দেশে যেখানে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, সেখানে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় আমরা প্রত্যেক কৃষককে প্রতি বছর ১০হাজার টাকা করে দিই। লক্ষ্মীর ভাণ্ডার পান মহিলারা। বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। রয়েছে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথীর মতো প্রকল্প। পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিড কার্ডের মাধ্যমে ১০লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। মেঘালয়ের তৃণমূল ক্ষমতায় এলে, সেই রাজ্যের মানুষও এই সব সরকারি প্রকল্পের সুবিধা পাবে বলে প্রতিশ্রুতি দেন মমতা। তাঁর কথায়, তৃণমূলই একমাত্র দল যে আপনাদের উন্নত প্রশাসন দিতে পারবে। এরপরেই বিজেপির জোট সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ৫ বছরে কী করেছে রিপোর্ট কার্ড দেখাক।

এবারের নির্বাচনে তৃণমূলকে চেষ্টা করার সুযোগ দিন- এই আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাইরের লোক নয়, মেঘালয়ের মানুষই এই রাজ্য় শাসন করবেন। তৃণমূল সুপ্রিমোর কথায়, আমি কখনও দুর্নীতির সঙ্গে আপোস করিনি। রাজনীতি আমার পেশা নয়, আমি মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করি।

মেঘালয়ের ভাষায় সুর আছে। মমতা নিজেও গান রচনা করেন, সুর দেন। তিনি বলেন, মেঘালয়ের এই সুরকেই তুলে ধরবে তৃণমূল। পরেরবার মেঘালয়ে এলে আপনাদের ভাষা শিখে আসব- মন্তব্য মমতার। তৃণমূল নেত্রীর বক্তব্যে, মেঘালয়ের দলের নেতা-কর্মীদের মধ্যে তুমুল উন্মাদনা ছড়িয়ে পড়ে।

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version