ভাষা শেখার ক্ষেত্রে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-হিন্দি-ইংরাজি ছাড়াও বহু দেশি-বিদেশি বহু ভাষা জানেন তিনি। কথা বলতে পারেন অনর্গল। সেই তালিকায়, পাঞ্জাবি, মরাঠি, উর্দুর পাশাপাশি আছে রাশিয়ান, ভিয়েতনামির মতো ভাষাও।
দেশের যে প্রান্তেই গিয়েছেন, সেখানকার স্থানীয় ভাষায় অন্তত কয়েক লাইন বলতে শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। স্থানীয় ভাষা শেখার আগ্রহও প্রকাশ করেছেন বারবার। নিজেই জানিয়ে ছিলেন, ‘‘আমি গুজরাতি ভাষা জানি। ভিয়েতনামি ভাষা জানি। যখন ভিয়েতনামে গিয়েছিলাম, শিখেছিলাম। রাশিয়ান জানি। সেখানে তিন বার গিয়েছিলাম, তখন শিখেছি। আমি নাগামিজ জানি, মণিপুরী জানি, আসামিজ জানি, ওড়িয়া জানি, পাঞ্জাবি জানি, মরাঠি জানি, উর্দু জানি, গোর্খা জানি, নেপালি জানি। তবে এটা নিয়ে গর্ব করি না।’’ তৃণমূল সুপ্রিমো যে রাজ্যে যান সেখানকার ভাষাতেই কথা বলতে পছন্দ করেন। তবে, এদিন মেঘালয়ে স্থানীয় ভাষায় কথা বলতে পারেননি। তা নিয়ে আক্ষেপও করেন মমতা। বলেন, ‘‘মেঘালয়কে কুর্নিশ জানাতে চাই। পরের বার যখন আসব আপনাদের এলাকায়, আপনাদের ভাষা শিখতে চাই। আমায় প্লিজ শেখান! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’’