Thursday, August 21, 2025

শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে দলের নেতাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

Date:

জানুয়ারির ২৫ তারিখে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাড়ুকন (Deepika Padukone)অভিনীত ‘ পাঠান’ (Pathan)। প্রায় ৫ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন কিং খান (King Khan)। ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই, তবে এর পাশাপাশি বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিনেমার। বিজেপি নেতৃত্বরা নানা ভাবে এই সিনেমাকে বয়কটের ডাক দিয়েছেন। শুধু শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করাই নয় দেশ জুড়ে বিনোদন জগতেও (Entertainment Industry) নিজেদের শাসন করতে চাইছে বিজেপি (BJP)বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এই পরিস্থিতিতে গেরুয়া কর্মীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সিনেমা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে অকারণ মন্তব্য নয়, সাফ জানালেন মোদি।

কিং খানের আগামী ছবি ‘ পাঠান’ নিয়ে সরব রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতারা। একের পর এক মন্তব্য করে সিনেমাকে বয়কট করার ট্রেন্ড তৈরি করেছেন তাঁরা। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন ‘ পদ্মাবত’ হোক বা ‘পাঠান’ , বিনোদন জগতে নিজেদের দাপট দেখাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সামনেই দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ এ লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোদি- শাহ জুটি। কিন্তু সাম্প্রতিক কালে বিজেপি নেতাদের কর্মকাণ্ড এবং মন্তব্য, দলের ভাবমূর্তি আর ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই সব দিক মাথায় রেখেই এবার নরেন্দ্র মোদি কার্যত সতর্ক করলেন তাঁর দলীয় কর্মীদের। সূত্রের খবর , দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারাদিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে। পাশাপাশি এই ধরণের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে দলের কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন মোদি। বয়কটের বাড়াবাড়ি আটকাতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কিন্তু বিতর্ক থামার লক্ষণ নেই। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশ ‘পাঠান’কে কতটা স্বস্তি দেয় সেটাই দেখার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version