Thursday, August 28, 2025

শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে দলের নেতাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

Date:

জানুয়ারির ২৫ তারিখে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাড়ুকন (Deepika Padukone)অভিনীত ‘ পাঠান’ (Pathan)। প্রায় ৫ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন কিং খান (King Khan)। ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই, তবে এর পাশাপাশি বিতর্ক যেন পিছু ছাড়ছে না সিনেমার। বিজেপি নেতৃত্বরা নানা ভাবে এই সিনেমাকে বয়কটের ডাক দিয়েছেন। শুধু শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করাই নয় দেশ জুড়ে বিনোদন জগতেও (Entertainment Industry) নিজেদের শাসন করতে চাইছে বিজেপি (BJP)বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এই পরিস্থিতিতে গেরুয়া কর্মীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সিনেমা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে অকারণ মন্তব্য নয়, সাফ জানালেন মোদি।

কিং খানের আগামী ছবি ‘ পাঠান’ নিয়ে সরব রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতারা। একের পর এক মন্তব্য করে সিনেমাকে বয়কট করার ট্রেন্ড তৈরি করেছেন তাঁরা। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন ‘ পদ্মাবত’ হোক বা ‘পাঠান’ , বিনোদন জগতে নিজেদের দাপট দেখাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সামনেই দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৪ এ লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোদি- শাহ জুটি। কিন্তু সাম্প্রতিক কালে বিজেপি নেতাদের কর্মকাণ্ড এবং মন্তব্য, দলের ভাবমূর্তি আর ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই সব দিক মাথায় রেখেই এবার নরেন্দ্র মোদি কার্যত সতর্ক করলেন তাঁর দলীয় কর্মীদের। সূত্রের খবর , দিল্লিতে ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ কিছু ছবি নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারাদিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে। পাশাপাশি এই ধরণের ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে দলের কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন মোদি। বয়কটের বাড়াবাড়ি আটকাতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কিন্তু বিতর্ক থামার লক্ষণ নেই। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশ ‘পাঠান’কে কতটা স্বস্তি দেয় সেটাই দেখার।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version