Monday, August 25, 2025

থিম ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’, সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র কেন্দ্রের

Date:

গত বছর সাধারণতন্ত্র দিবসের(Republic Day) প্যারেডে জায়গা দেওয়া হয়নি বাংলার ট্যাবলোকে(Tabolo)। যা নিয়ে রাজ্য-কেন্দ্র বিবাদ কিছু কম হয়নি। তবে এবার অবশ্য রাজধানীর রাজপথে বাংলার ট্যাবলোকে জায়গা দিতে কোনও জলঘোলা করল না কেন্দ্র(Central)। চলতি বছর ২৬ জানুয়ারি দিল্লির(Delhi) কর্তব্যপথে বাংলার ট্যাবলোকে ছাড়পত্র দিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি।

উৎসব মরসুমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উতসবকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ (Intangible Cultural Heritage) তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। এই পুজোকে থিম করেই ট্যাবলো সাজানোর উদ্যোগ নিচ্ছে রাজ্যসরকার। পাশাপাশি তুলে ধরা হবে রাজ্যের নারীশক্তির ক্ষমতায়ণকেও। এবার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর থিম হতে চলেছে ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’। দুর্গাপ্রতিমার সঙ্গে মহিলা ঢাকিরা থাকবেন। ঢাকের বাজনার সঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠ। কলকাতার পুজো যে এবছরই ইউনেস্কোর সম্মান পেয়েছে, সেটাও প্রচার করা হবে ট্যাবলোতে।

উল্লেখ্য, গতবার সুভাষচন্দ্র বসুর (Subhash Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকীকে থিম করে দিল্লিতে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রকের বিশেষজ্ঞদের দল। তার আগে ২০২০ সালে বাংলার পাঠানো ‘কন্যাশ্রী’, ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের আদলে তৈরি ট্যাবলও প্রত্যাখ্যান করে কেন্দ্র। পরপর এভাবে বাংলার ট্যাবলো বাতিলের ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয় কেন্দ্র রাজ্য তরজা। অভিযোগ ওঠে রাজনৈতিক কারণেই বারবার বাতিল করা হচ্ছে বাংলার ট্যাবলো। তবে এবার অবশ্য হেরিটেজ তকমা পাওয়া বাংলার দুর্গাপুজোর থিম বাতিল করল না কেন্দ্র।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version