Saturday, May 3, 2025

সম*কামী আইনজীবীকে নিয়োগের সুপ্রিম সুপারিশ, মোদি সরকারের আর্জি খারিজ কলেজিয়ামের

Date:

কলেজিয়াম (Collegium) বিতর্ক সম্প্রতি চরম আকার নিয়েছে। কেন্দ্র এবং বিচারব্যবস্থার বিবাদ ক্রমেই বাড়ছে। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme court of India) কলেজিয়াম সমকামী প্রবীণ আইনজীবী সৌরভ কৃপালকে (Saurabh Kripal) দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। ফলে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (D Y Chandachud) নিয়ে গঠিত কলেজিয়াম খারিজ করে দিল মোদি সরকারের (Modi Government) আর্জি।

উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার সুপ্রিম কোর্টের কলেজিয়াম দিল্লি হাইকোর্টের বিচারপতির পদের জন্য সৌরভ কৃপালের নাম প্রস্তাব করল। আর সেই সঙ্গে কেন্দ্র কৃপালকে বিচারপতি না করার পক্ষে যে দু’টি যুক্তি দিচ্ছে তাও খারিজ করল। সরকারের তরফে প্রথম থেকেই জানানো হয়েছে, সৌরভ কৃপাল খোলাখুলি ভাবে একজন সমকামী। তাছাড়া তাঁর সঙ্গী একজন সুইডিশ এবং তিনি সুইজারল্যান্ডের দূতাবাসে কাজ করেন। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের যুক্তি, গোয়েন্দা বিভাগের তরফে এমন কোনও তথ্য মেলেনি যা থেকে মনে করা যায়, ওই সুইডিশ ব্যক্তি দেশের জন্য ‘বিপজ্জনক’ হতে পারেন। পাশাপাশি এও মনে করিয়ে দেওয়া হয়েছে, সুইজারল্যান্ড ভারতের ‘বন্ধু’ দেশ। তাছাড়া সাংবিধানিক পদে থাকা ব্যক্তির যদি বিদেশি স্ত্রী থাকতে পারে, তাহলে কৃপালের ক্ষেত্রে কেন সেটা আপত্তির কারণ হবে, এমন প্রশ্নও তুলেছে শীর্ষ আদালত।

পাশাপাশি জানানো হয়েছে, যেভাবে সর্বসমক্ষে কৃপাল নিজের যৌন পছন্দ সম্পর্কে জানিয়ে দিয়েছেন তা প্রশংসনীয়। বিচারপতি প্রার্থী হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও তিনি নিজের সমকামিতার বিষয়টি গোপন রাখেননি। এরপরই সুপ্রিম কোর্টের মন্তব্য, উনি বিচারপতি হলে দিল্লি হাই কোর্টের বেঞ্চে তা নতুন মাত্রা যোগ করবে। কেন্দ্রের কাছে এর আগেও দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে তাঁকে নিয়োগের সুপারিশ করেছিল কলেজিয়াম। কলেজিয়াম সেই সিদ্ধান্ত বহাল রাখল। কলেজিয়াম জানায়, সুপ্রিম কোর্টের নিয়োগ-নির্দেশিকায় কোথাও বলা নেই, কোনও সমকামীকে বিচারপতির আসনে নিয়োগ করা যাবে না। তাই, কেন্দ্রের আপত্তি খারিজ করার সিদ্ধান্ত নিল কলেজিয়াম।

 

 

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...
Exit mobile version