Tuesday, August 26, 2025

করোনা কাটতেই ‘লক্ষ্মীলাভ’ রেলের, একবছরে ২৮ শতাংশ আয় বৃদ্ধি

Date:

করোনা দুঃসময় কাটিয়ে অবশেষে লক্ষ্মীলাভ রেলের(Indian Rail)। মন্দা কাটিয়ে যাত্রী ও পণ্য পরিবহণ বৃদ্ধির জেরে চলতি আর্থিক বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেল রেলের রাজস্ব থেকে আয়। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw)। টুইটারে তাঁর দাবি, আর্থিক বছর শেষ হতে এখনও বাকি ৭১ দিন। তার মধ্যেই রেলের রাজস্ব আয় ছাপিয়ে গিয়েছে গত বছরকে।

টুইট করে কেন্দ্রীয় রেলমন্ত্রী এদিন জানান, চলতি আর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। তার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে ৪২,৩৭০ কোটি টাকা। যা গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় অনেকটাই বেশি। রেলের আশা, চলতি আর্থিক বর্ষের শেষে রেলের রাজস্ব থেকে আয় বেড়ে দাঁড়াবে ২.৩৫ লক্ষ কোটি টাকা। রেলের রিপোর্ট অনুযায়ী, গত বছরের এপ্রিম মাস থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ১,১৮৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে ভারতীয় রেল। পণ্য পরিবহনের চাহিদা এতটাই বেশি যে প্রতি মাসে ২,২০০টি করে ওয়াগন ট্রেনের সঙ্গে জুড়তে হচ্ছে। এর পাশাপাশি ৬৩ কোটি ৪৮ লক্ষ যাত্রী রেল পরিষেবা গ্রহণ করেছেন। যা গতবারের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে মন্দা কাটিয়ে ব্যাপক লাভের মুখ দেখছে কেন্দ্রীয় রেল পরিবহন।

তবে এটাই শেষ নয়, রেলের আশা আগামী দিনে আরও বেশি লাভের মুখ দেখবে ভারতীয় রেল। তার কারণ বন্দে ভারত। রেল মন্ত্রক সূত্রে খবর, আরও বেশি বেশি করে বন্দে ভারত চালানোর পরিকল্পনা তৈরি হয়েছে। শুধু বসে যাত্রার পাশাপাশি শোয়ার ব্যবস্থা সম্পন্ন বন্দে ভারত ট্রেনও লাইন কাঁপিয়ে ছোটার অপেক্ষায়। আগামী দিনে আরও ৪০০টি বন্দে ভারত ট্রেন চালাতে চায় রেল।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version