Sunday, May 4, 2025

আইএসএল-এ ফের হার ইস্টবেঙ্গল এফসির। শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির কাছে ০-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন যতই ভাল দেখার প্রতিশ্রুতি দিন না কেন, লাল-হলুদের খেলায় কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। ফের একই পরিণতি। ফের হার হজম করতে হল ইস্টবেঙ্গল শিবিরকে। শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই করেও ২-০ গোলে হেরে গেল লাল-হলুদ। এই হারের পরে আইএসএলে নবম স্থানেই রইল স্টিফেনের দল। অন্যদিকে হায়দরাবাদ পৌঁছে গেল ৩৫ পয়েন্টে। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের সঙ্গে তাদের পার্থক্য মাত্র চার।

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমার্ধে একেবারেই গুছিয়ে খেলতে পারেনি ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভা ও গোলরক্ষক কমলজিৎ ছাড়া বাকিরা দাগ কাটতে পারেননি। ম্যাচের ৯ মিনিটের মধ্যেই জাভিয়ার সিভেরিও গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন। এই গোলের পরে ইস্টবেঙ্গলের বক্সে আক্রমণের ঢেউ তোলে তারা। ওই সময় দুটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন কমলজিৎ। না হলে প্রথমার্ধে হায়দরাবাদের গোলের সংখ্যা আরও বাড়ত। ওই অর্ধে দু’একটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে স্টিফেনের ছেলেরা।

বিরতির পরে পালটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে লাল-হলুদ। ক্লেটন সিলভা একটি গোলের সুযোগ নষ্ট করেন।  এরপর চলে গোল শোধের মরিয়া প্রয়াস। আক্রমণ গড়েও বিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছেন ক্লেটনরা। লাল-হলুদের যাবতীয় আক্রমণ প্রতিপক্ষের পেনাল্টি বক্সের কাছে আটকে গিয়েছে। শেষ পর্বে ফের গোলের জন্য ঝাঁপায় হায়দরাবাদ। সেইসঙ্গে সফলও হয়। ম্যাচের সংযুক্তি সময়ে ফের গোল খায় লাল-হলুদ। গোল করেন আরেন ডি সিলভা। শেষ পর্যন্ত দু’গোলের ব্যবধানেই ম্যাচ হারে স্টিফেনের দল।

আরও পড়ুন:সৌদি অলস্টারের হয়ে জোড়া গোল রোনাল্ডোর, বিরাট বার্তা কোহলির


Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version