Thursday, August 21, 2025

ভুল চিকিৎসার শি*কার তসলিমা ! ক্ষো*ভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়

Date:

চিকিৎসা বিভ্রাটের (Medical interruption)মাশুল গুনতে হচ্ছে ‘আমার মেয়েবেলা’-র স্রষ্টা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে (Taslima Nasrin)। সম্প্রতি চিকিৎসা সংক্রান্ত নিজের তি*ক্ত অভিজ্ঞতার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেছেন লেখিকা। পাশাপাশি চিকিৎসকদের (Doctors) একাংশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন তসলিমা। তাঁকে প*ঙ্গু করে দেওয়ার চক্রা**ন্তের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। কিন্তু ঠিক কী ঘটেছিল? কিছু দিন আগেই তিনি নিজের একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছিল তিনি হাসপাতালের (Hospital)বেডে শুয়ে আছেন ৷ তাঁকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায় ৷ এরপরই একাধিক পোস্ট করেন লেখিকা।

তসলিমার অভিযোগ, তিনি অপরাধ চক্রের শিকার ৷ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি নিজের এক্সরে রিপোর্ট দেখেছেন৷ তাঁর কোনও ফ্র্যাকচার হয়নি বলেই দাবি লেখিকার ৷ এরপরই গর্জে ওঠেন বিতর্কিত লেখিকা তসলিমা (Taslima Nasrin)। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফেসবুক লেখেন, ” ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙ্গেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের নামে আমাকে হিপ জয়েন্ট কেটে, ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।” যদিও ঠিক কোন হাসপাতালে এমন ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিছু স্পষ্ট করেন নি লেখিকা। এর আগে অবশ্য আরও একটি পোস্ট করেন তসলিমা। সেখানে লেখেন, ” হাসপাতালের এক ডাক্তারকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম সে বোধ হয় বন্ধু, তাকে জানিয়েছিলাম যে পড়ে গিয়েছিলাম ঘরে, এক্সরে করতে হবে। সেই বন্ধু আমাকে পাঠিয়ে দিল তার হাসপাতালের অর্থপেডিক ডাক্তারের কাছে যিনি হিপ রিপ্লেসমেন্টের এক্সপার্ট। সেই এক্সপার্ট শুরু থেকে আমার ফিমারের সামান্য ফ্র্যাকচারের ফিক্সেশান টিটমেন্ট না করে আমার হিপ রিপ্লেসমেন্ট করার জন্য উঠে পড়ে লাগলেন। আমি বাধা দিয়েছি। তিনি বারবার এসেছেন আমাকে কনভিন্স করতে। তিন চারজন ডাক্তারকে পাঠিয়েছেন কনভিন্স করতে।” তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁর অনেক বড় ক্ষ*তি করে দিয়েছেন চিকিৎসকেরা এই কথাই তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version