Friday, November 14, 2025

বিজেপির বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনে মমতার লড়াই-আন্দোলনের প্রশংসায় শুভেন্দু!

Date:

এ যেন উলট পুরাণ! শুভেন্দু মুখে মমতার প্রশংসা! বিজেপির বৈঠকে উঠে এলো তৃণমূল নেত্রীর দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস! যেখানে আবার হাজির কেন্দ্রীয় নেতা ও পর্যবেক্ষকরা। দুর্গাপুরে বিজেপির রাজ‌্য কর্মসমিতির বৈঠকের প্রথম দিনেই যা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেও। দলের শীর্ষ পদাধিকারীদের রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় রীতিমতো মুখর হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

বিজেপি সূত্রে খবর, রুদ্ধদ্বার বৈঠকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক শীর্ষনেতার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে আন্দোলনের সুফল নিয়ে
সরব হন। কার্যত আত্মসমালোচনার সুরে শুভেন্দু উপস্থিত নেতৃত্বের সামনে প্রশ্ন তুলে বলেন, “বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ও সিঙ্গুর, নন্দীগ্রামের বিক্ষোভকে গণআন্দোলনের রূপ দিতে পেরেছিলেন বলেই তৃণমূলের সাফল্য এসেছে। রাজ্যে কংগ্রেসের আমলে রাস্তায় নেমে আন্দোলনের জেরেই বামেদের প্রতি একটা সময় মানুষের আস্থা তৈরি হয়েছিল।”

বিজেপি সূত্রে খবর, বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন দিলীপ ঘোষ। শুভেন্দুর ধর্মীয় বিভাজনের নিন্দাও করেন তিনি। সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, “সংখ্যালঘুদের দূরে সরিয়ে রাখলে চলে না। আমাদের তাঁদের কাছেও পৌঁছতে হবে।”

অন্যদিকে, প্রথমদিনের বৈঠক শেষে শুভেন্দু যখন সংবাদ মাধ্যমের আবর্তনের মধ্যে ছিলেন, ঠিক তখনই দিলীপ ঘোষকে ঘিরে ছিল আদি বিজেপি ও পুরনো ক্ষমতাসীন গোষ্ঠীর নেতাদের ভিড়।

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version