ভাঙরের ঘটনায় সিপিএম ও বিজেপিকে দুষলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ভাঙরে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তৃণমূলকে উত্যক্ত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। একটা অন্য অশুভ শক্তি বেশ কিছুদিন ধরে এটা চেষ্টা করছে।
তিনি প্রশ্ন তেলেন, এটা কোন ধরনের রাজনীতি?ওরা উন্নয়নে পারবে না, রাজনীতিতে পারবে না, ভোটে পারবে না। শুধু উত্যক্ত করে বিষ ছড়ানোর রাজনীতি করছে বিজেপি। শুভেন্দুর নাম না করে কুণাল বলেন, এক ভদ্রলোককে দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে ভাষায় কথা বলছেন তাতে অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত।
