Thursday, August 21, 2025

গণছাঁটাইয়ের কো*পে অন্তঃসত্ত্বা মহিলা! চাকরি থেকে বরখাস্ত করে সমালোচনার মুখে গুগল

Date:

গুগলে (Google) ছাঁটাই পর্ব চলছে জোরকদমে। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট (Alphabet) সারা বিশ্বে ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) ছাঁটাইয়ের কারণ হিসেবে সম্পূর্ণ দায় নিয়েছেন তাঁর নিজের কাঁধে। আর এই খবরটি সামনে আসার পরই কর্মীদের কাছে পৌঁছাতে শুরু করে ইমেল। অনেক কর্মচারী যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই ব্যক্তিদের মধ্যে কোম্পানির প্রোগ্রাম ম্যানেজার ক্যাথরিন ওয়াং (Cathrine Wang) রয়েছেন। তাঁকে তার মাতৃত্বকালীন ছুটির (Maternity Leave) ঠিক আগে গুগল চাকরি থেকে বরখাস্ত (Sacked) করেছিল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

লিঙ্কডইন পোস্টে সন্তান জন্মের ঠিক আগেই গুগলে তাঁর চাকরি হারানোর অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে লিখেছেন ক্যাথরিন। তিনি জানান, খবরটা শোনার পর প্রথমেই আমার যেটা মাথায় এসেছিল সেটা হল, আমিই কেন? এখনই কেন? গর্ভাবস্থার ৩৪ সপ্তাহে নতুন করে কোনো চাকরি খোঁজা আমার পক্ষে প্রায় অসম্ভব। আমি খুব খুশি ছিলাম যে এক সপ্তাহ পরে আমি মা হতে চলেছি এবং এক সপ্তাহ পরে আমি মাতৃত্বকালীন ছুটিতে যাব। কিন্তু তার আগেই সব শেষ। ক্যাথরিন আরও জানিয়েছেন, অনেকেই আমার এবং আমার সন্তানের ভাল থাকা নিয়ে চিন্তা করছেন। যেহেতু আমার শরীরের ভিতর একজন বেড়ে উঠছে, এবং আমাকে তার যত্ন নিতে হবে, তাই আমি খারাপ চিন্তাকে মনে ঠাঁই দিইনি। কিন্তু একথাও ঠিক যে আমার হাত কাঁপছে। এটা একটা মিশ্র অনুভূতি।

তবে সুন্দর পিচাই তাঁর কর্মীদের উদ্দেশ্যে একটি চিঠিতে লিখেছেন, এই কঠিন সময়ে কোম্পানি তার কর্মীদের পূর্ণ সহায়তা দেবে। নোটিস পিরিয়ডে থাকাকালীন সময় কর্মচারীরা পুরো বেতন পাবেন। বেতনের পাশাপাশি তাদের অন্যান্য অনেক সুবিধাও দেওয়া হবে। আইন অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

তবে শুধু ক্যাথরিন একাই নন, ছাঁটাই অভিযানে কাজ খুইয়েছেন সংস্থায় গত সাড়ে ১৬ বছর ধরে কাজ করে আসা গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার জাস্টিন মুর। কোনও আগাম নোটিস কিংবা ইমেল করে তাঁকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়নি বলে দাবি করেছেন জাস্টিন।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version