Saturday, November 8, 2025

বিজেপি যুবমোর্চা নেতার বিরুদ্ধে দলীয় কর্মীর স্ত্রীকে ধ*র্ষণের চেষ্টার অভিযোগ

Date:

এবার দলীয় কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিজেপি যুবমোর্চা নেতার বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। অভিযোগ বিজেপি যুবমোর্চার জেলা সভাপতি পিন্টু ওরফে পূরব সাম এবং জেলা যুবমোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়ের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি কর্মীর নাম কেশব কোনার।

অভিযোগ, অভিযোগকারী বিজেপি কর্মীকে পিস্তল দেখিয়ে ভয় দেখানো ও তাঁর শ্বশুর এবং স্ত্রীকে মারধর করা হয়। এমনকি আক্রান্ত ওই বিজেপি কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয় বলেও মারাত্মক অভিযোগ উঠেছে যুবমোর্চা নেতার বিরুদ্ধে।

সোমবার পূরব সাম ও দেবজ্যোতি সিংহ রায়-সহ ৫ জন রাত ৮টা নাগাদ কেশব কোনারের বাড়িতে আচমকাই হাজির হন। কেশববাবু দরজা খুলতেই তাঁরা আগ্নেয়াস্ত্র, রড ও লাঠি নিয়ে তাঁকে মারধর শুরু করেন। তাঁর স্ত্রী ও শ্বশুরমশাই আটকাতে গেলে, তাঁদের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন কেশব কোনার। পরে বাড়ির অন্য এক সদস্য এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। কেশববাবু জানাচ্ছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিবাদী লেখা লেখেন। নিজে অসুস্থ, তাই শারীরিকভাবে দলে সময় না দিতে পারলেও দলের আদর্শ যাতে বজায় থাকে সেকারণে বিভিন্ন সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোচ্চার হন।

গোটা ঘটনার বিবরণ দিয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন কেশব কোনার। এই বিষয়ে পূরব সাম ক্যামেরার সামনে কিছু না বললেও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেবজ্যোতি সিংহরায়।

আরও পড়ুন:রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শেষ, এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version