Tuesday, May 13, 2025

যৌ*নশিক্ষার ক্লাসে শিক্ষিকার কাছে ‘হাতেকলমে শেখা’র আর্জি জানিয়েছিলেন শেহনাজ গিল !

Date:

Share post:

সময় বদলেছে। যৌ*নশিক্ষা নিয়ে এখন বহু স্কুলেই ক্লাস হচ্ছে। পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারাও বিষয়টি নিয়ে অনেক বেশি সাবলীল। অথচ কয়েক বছর আগেও বয়ঃসন্ধিতে পা রাখা পড়ুয়াদের নানা প্রশ্ন সামলাতে গিয়ে নাজেহাল হতেন বহু শিক্ষক-শিক্ষিকা। বলিউডের শেহনাজ গিলকেও সেই পড়ুয়াদের দলে অনায়াসে রাখা যায়।স্কুলের যৌ*নশিক্ষার ক্লাসে নিজের অভিজ্ঞতার কথাই সম্প্রতি শুনিয়েছেন শেহনাজ। রিয়্যালিটি শোয়ের এই তারকার শীঘ্রই বলিউডে অভিষেক হবে। তবে তার আগেই নিজের চ্যাট শো শুরু করে দিয়েছেন।

সব ঠিকঠাক থাকলে ২১ এপ্রিল সলমন খানের সঙ্গে শেহনাজের ছবি মুক্তি পাবে। এর মাঝেই নিজের চ্যাট শোয়ে একের পর এক বলিউড তারকার সঙ্গে খুনসুটি করেছেন তিনি। ‘দেশি ভাইব্‌স’ নামের সেই চ্যাট শোয়ে ‘ছত্রীওয়ালি’-র অভিনেত্রী রকুলপ্রীত সিং ছিলেন শেহনাজ়ের অতিথি। তাঁর কাছেই স্কুলজীবনের কিছু কথা খোলসা করেছেন শেহনাজ। তাতে উঠে এসেছে যৌনশিক্ষার ক্লাসের কথাও।ফারহাদ সামজির ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে সলমন ছাড়াও পূজা হেগড়ে, বেঙ্কটেশের মতো তারকারা আছেন। ২৫ জানুয়ারি সিনেমা হলে আসছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’। আর সে দিনই শেহনাজ-সলমনের ছবির ঝলক প্রকাশ্যে আসবে। ফলে বলিউডের দুই সুপারস্টারকে যে তুলনায় টানা হবে এবং সমালোচক থেকে শুরু করে ভক্তেরা যে শেহনাজকেও ‘দাঁড়িপাল্লায় মাপবেন’ তার বলাবাহুল্য।যদিও শেহনাজের জনপ্রিয়তা বহু আগে থেকেই। পাঞ্জাবি ছবির দর্শকদের কাছে তিনি ‘পাঞ্জাবের ক্যাটরিনা’। তবে ‘বিগ বস্‌’-এর ১৩তম মরসুমে ওই রিয়্যালিটি শোয়ে ঢোকার পর থেকে মূলধারার বিনোদন জগতে তাঁর পরিচিতি আরও বেড়েছে।‘বিগ বস্‌’-এর ঘরে থাকার সময় তাঁর সঙ্গে সিদ্ধার্থ শুক্লের রসায়নে অনেকেই বুঁদ হয়েছিলেন। সিদ্ধার্থের অকালপ্রয়াণে শেহনাজ়ের দুঃখে শরিক হয়েছিলেন অনেকেই।আদতে পাঞ্জাবের বাসিন্দা হলেও হিমাচলের একটি নামী আবাসিক স্কুলে পড়াশোনা করেছেন। সেখানে যৌনশিক্ষার ক্লাস নেওয়া হত বলে জানিয়েছেন শেহনাজ। তিনি বলেন, ‘‘বিজ্ঞানের বিষয়গুলির মধ্যে একমাত্র এই ক্লাসটিই আমার পছন্দের ছিল। যত বারই প্রজনন নিয়ে আলোচনা করতেন টিচার, কান খাড়া করে রাখতাম।’’এমনই একটি যৌনশিক্ষার ক্লাসে শিক্ষিকাকে একটি প্রশ্ন করেছিলেন শেহনাজ। তিনি বলেছেন, ‘‘এক দিন প্রজনন নিয়ে পড়াচ্ছিলেন টিচার। সে সময় আমি বলে উঠেছিলাম, ‘ম্যাম, আমরা এটা হাতেকলেম শিখতে পারি না?’ টিচ়ারের জবাব ছিল, ‘চুপ কর।’ ’’শেহনাজ জানিয়েছেন, স্কুলে ওই ক্লাসগুলি দারুণ লাগত তাঁর। সেই সঙ্গে রকুলপ্রীতকে সে দিনের কথা বলতে গিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সে দিন টিচার যদি আমাকে চুপ না করিয়ে বলতেন, ‘এগুলো তোমার শেখানোর জন্যই বলা হচ্ছে’, তবে ভাল হত। আমার মনে হয়, যৌনশিক্ষা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের দৃষ্টিভঙ্গিতে বদল ঘটলে সমাজেও সে পরিবর্তন দেখা যাবে।’’শেহনাজের কথায় সহমত রকুলপ্রীতও।

 

spot_img

Related articles

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...