Wednesday, August 27, 2025

“কেউ যদি ছবি বিকৃত করে থাকে সেক্ষেত্রে হিরণের উচিত মানহানি মামলা করা ও থানায় অভিযোগ করা।” শনিবার নিজের সংসদীয়ক্ষেত্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে(Hiran Chaterjee) উদ্দেশ্য করে এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে এটাও জানিয়ে দিলেন, চাইলে এক মিনিটে হিরণের দাবি নস্যাৎ করতে পারেন তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ভাইরাল ছবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো জল্পনা শুরু হয়। সেই ঘটনার মাঝেই শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর ভাইরাল সেই ছবিকে বিকৃত করা হয়েছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক। এবং স্পষ্ট জানিয়ে দেন বিজেপিতেই রয়েছেন তিনি। শুধু তাই নয় তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধেও সরব হয়ে হিরণ বলেন, গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুলের থেকে টাকা নিয়ে সিনেমা করছেন দেব। শনিবার ডায়মন্ড হারবারে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় হিরণ প্রসঙ্গ উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি হিরণের জায়গায় থাকলে এবং আমার ছবি যদি কেউ বিকৃত করে ভাইরাল করত সেক্ষেত্রে আমি দুটো জিনিস করতাম। প্রথমত, হাইকোর্টে গিয়ে মানহানি মামলা করতাম। এবং পুলিশের কাছে ফৌজদারি মামলা করতাম।” এরপরই অভিষেক বলেন, “আমি অনেক কিছু প্রকাশ করতে পারি কিন্তু সেটা আমি করব না। কারণ আমরা বিজেপির মতো নই, আমাদের কিছু নীতি আছে। আমি চাইলে এক মিনিটে ওনার দাবি নস্যাৎ করতে পারি।”

এছাড়াও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন হিরণ। তিনি দাবি করেন, “দেব এনামুলের থেকে টাকা নিয়ে ছবি করছে। দেবতো জেলে যাবেই এবং মিঠুন চক্রবর্তীকেও পারিশ্রমিক ফেরত দিতে হবে।” হিরণের এহেন মন্তব্যের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “মিঠুন চক্রবর্তী ওনার দলে আছে। হিরণ মিঠুন দাকে আগে বোঝাক, তারপর না হয় দেবকে বোঝাবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবি ভাইরাল হয়। যে ছবির ভিত্তিতে তৃণমূল সূত্রে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরেই ছবিটি তোলা হয়। তৃণমূল সূত্রে আরও খবর ছড়ায়, অভিষেকের সঙ্গে দেখা করতেই তাঁর দফতরে যান হিরণ। এর পরেই বিজেপি-র তারকা বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়। তবে শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল যোগের জল্পনা পুরোপুরি নস্যাৎ করার পাশাপাশি হিরণ দাবি করেন, “যে ছবি ভাইরাল হয়েছিল তা বিকৃত করা।” দক্ষিনি সিনেমা আরআরআর-এর উদাহরণ টেনে তিনি জানান, “এখন ফোটোশপে অনেক কিছু করা যায়। আমি বারাক ওবামার সঙ্গেও নিজের ছবি বসিয়ে বলতে পারি ওনার সঙ্গে ডিনার করে এলাম।” যদিও বিকৃত ছবির বিরুদ্ধে মামলা করতে তিনি যে গররাজি সেকথাও কার্যত বুঝিয়ে দেন হিরণ।

Related articles

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...
Exit mobile version