Wednesday, December 17, 2025

ছবি বিকৃতি! হিরণকে মামলা করতে বলে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

“কেউ যদি ছবি বিকৃত করে থাকে সেক্ষেত্রে হিরণের উচিত মানহানি মামলা করা ও থানায় অভিযোগ করা।” শনিবার নিজের সংসদীয়ক্ষেত্র ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে(Hiran Chaterjee) উদ্দেশ্য করে এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে এটাও জানিয়ে দিলেন, চাইলে এক মিনিটে হিরণের দাবি নস্যাৎ করতে পারেন তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ভাইরাল ছবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো জল্পনা শুরু হয়। সেই ঘটনার মাঝেই শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর ভাইরাল সেই ছবিকে বিকৃত করা হয়েছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক। এবং স্পষ্ট জানিয়ে দেন বিজেপিতেই রয়েছেন তিনি। শুধু তাই নয় তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধেও সরব হয়ে হিরণ বলেন, গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুলের থেকে টাকা নিয়ে সিনেমা করছেন দেব। শনিবার ডায়মন্ড হারবারে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় হিরণ প্রসঙ্গ উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি হিরণের জায়গায় থাকলে এবং আমার ছবি যদি কেউ বিকৃত করে ভাইরাল করত সেক্ষেত্রে আমি দুটো জিনিস করতাম। প্রথমত, হাইকোর্টে গিয়ে মানহানি মামলা করতাম। এবং পুলিশের কাছে ফৌজদারি মামলা করতাম।” এরপরই অভিষেক বলেন, “আমি অনেক কিছু প্রকাশ করতে পারি কিন্তু সেটা আমি করব না। কারণ আমরা বিজেপির মতো নই, আমাদের কিছু নীতি আছে। আমি চাইলে এক মিনিটে ওনার দাবি নস্যাৎ করতে পারি।”

এছাড়াও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন হিরণ। তিনি দাবি করেন, “দেব এনামুলের থেকে টাকা নিয়ে ছবি করছে। দেবতো জেলে যাবেই এবং মিঠুন চক্রবর্তীকেও পারিশ্রমিক ফেরত দিতে হবে।” হিরণের এহেন মন্তব্যের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “মিঠুন চক্রবর্তী ওনার দলে আছে। হিরণ মিঠুন দাকে আগে বোঝাক, তারপর না হয় দেবকে বোঝাবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবি ভাইরাল হয়। যে ছবির ভিত্তিতে তৃণমূল সূত্রে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরেই ছবিটি তোলা হয়। তৃণমূল সূত্রে আরও খবর ছড়ায়, অভিষেকের সঙ্গে দেখা করতেই তাঁর দফতরে যান হিরণ। এর পরেই বিজেপি-র তারকা বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়। তবে শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল যোগের জল্পনা পুরোপুরি নস্যাৎ করার পাশাপাশি হিরণ দাবি করেন, “যে ছবি ভাইরাল হয়েছিল তা বিকৃত করা।” দক্ষিনি সিনেমা আরআরআর-এর উদাহরণ টেনে তিনি জানান, “এখন ফোটোশপে অনেক কিছু করা যায়। আমি বারাক ওবামার সঙ্গেও নিজের ছবি বসিয়ে বলতে পারি ওনার সঙ্গে ডিনার করে এলাম।” যদিও বিকৃত ছবির বিরুদ্ধে মামলা করতে তিনি যে গররাজি সেকথাও কার্যত বুঝিয়ে দেন হিরণ।

spot_img

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...