Saturday, November 15, 2025

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়  কুন্তল ঘোষের গ্রেফতারির পর উঠে এসেছে গোপাল দলপতির নাম। কুন্তলের দাবি, তাপস মণ্ডল ও গোপাল দলপতি মিলে তাঁকে ফাঁসিয়েছেন। কিন্তু কে এই গোপাল দলপতি? এখন কোথায় রয়েছেন তিনি?

একাধিক চিটফান্ড দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২০ সালে জি নেট অ্যাডওয়ার্ল্ড নামে একটি চিটফান্ড দুর্নীতি গ্রেফতার হন গোপাল ও তাঁর স্ত্রী। ওই বছর ১১ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বিনিয়োগকারীদের প্রায় ৮০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। চিটফান্ডকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর গোপালের ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।

গোপালের নাম নিয়োগ দুর্নীতিতে বার বার উঠে আসায় তাঁকে জেরা করতে চেয়ে দিল্লিতে যোগাযোগ করেছিলেন ইডির গোয়েন্দারা। আর তার পরই জানা গিয়েছে। জেল থেকে জামিনে মুক্ত হয়ে বেপাত্তা গোপাল।

ইডি সূত্রে জানা গিয়েছে, গোপালকে জেরা করতে তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন কলকাতার ইডি আধিকারিকরা। এর পর তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন দিল্লির ইডি আধিকারিকরা।কিন্তু কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে তিহার জেলে বন্দি হিসাবে আসেন গোপাল দলপতি। ২০২২ সালে জামিনে মুক্তি পান তিনি। তার পর তিনি কোথায় আছেন তা জানে না দিল্লি পুলিশ।তার খোঁজে জামিন অযোগ্য গ্রেফতারি পরেয়ানা জারি করা হয়েছে।

ওদিকে কুন্তল ঘোষের বিরুদ্ধে এবার সামনে এল ঠিকাদারের সাথে জালিয়াতির অভিযোগ। তারকেশ্বরের এক ঠিকাদার শাজাহান খাঁ-এর অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণ কাজের জন্য ৩৫ লক্ষ টাকা চুক্তি হয় কুন্তলের সাথে। সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পর মেলেনি প্রাপ্য টাকা। টাকা চাইলেই মিলেছে হুমকি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতি মধ্যেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ।তিনি গ্রেফতার হতেই চিন্তায় ঘুম উড়েছে  ঠিকাদার শাজাহান খাঁ-এর।

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version