Sunday, August 24, 2025

খারাপ সময় পিছু ছাড়ছে না আফগানদের! প্রবল ঠাণ্ডায় লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

আফগানিস্তানে (Afghanistan) এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা প্রবল ঠাণ্ডায় চলতি মাসে কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। ঠাণ্ডার কবলে পড়ে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার গবাদি পশুও (Animals)। স্থানীয় সাংবাদ মাধ্যম সূত্রের খবর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড (Record) ছুঁয়েছে। মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এখানেই শেষ নয়। এই ভয়ংকর শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছে কাবুলের (Kabul) আবহাওয়া দফতর। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই প্রবল শীতের সঙ্গে লড়াই করার মতো পর্যাপ্ত জ্বালানিও (Fuel)  আফগানদের কাছে। যার ফলে বেঁচে থাকাটাই এখন আফগানদের কাছে প্রধান চ্যালেঞ্জ।

উল্লেখ্য, গত ১৫ বছরের শীতলতম জানুয়ারি মাসের সাক্ষী কাবুল-সহ (Kabul) গোটা দেশ। কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে -৩৪ ডিগ্রি সেলসিয়াসে। তার প্রভাবেই চলতি মাসে আফগানিস্তানে ১৬২ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে মোট ৮৪ জনের। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ভিডিওগুলিতে আফগানিস্তানের মধ্য ও উত্তর প্রদেশে ভারী তুষারপাতের ছবি দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করে দেশের তাপমাত্রা কমে যাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে।

তালিবান শাসনে একেই জেরবার আফগানিস্তান। অর্থনৈতিক সংকটে অনাহারে মৃত্যু হচ্ছিল বহু মানুষের। তার মধ্যে এবার শীতের কামড়ে প্রাণ খোয়াচ্ছেন সাধারণ নাগরিকরা। ভয়ংকর শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। পরিস্থিতি এতটাই খারাপ যে শীতের হাত থেকে বাঁচতে কাবুল শহরে দিনের বেলা শিশুরা প্ল্যাস্টিক কুড়িয়ে বেড়াচ্ছে। রাতে ওই প্লাস্টিক পুড়িয়ে বাঁচার চেষ্টা করছে পরিবারগুলি।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version