Sunday, May 4, 2025

একইদিনে রাজস্থান-মধ্যপ্রদেশে বায়ুসেনার বিমানে দুর্ঘট*না! ভেঙে পড়ল ফাই*টার জেট

Date:

একদিনে পরপর দুর্ঘটনার মুখে পড়ল বায়ুসেনার তিনটি বিমান। শনিবার একদিকে যেমন রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur) বায়ুসেনার (Air Force) বিমান ভেঙে পড়েছে তেমনই, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ল দুই যুদ্ধবিমান (Fighter Jet) সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। জানা গিয়েছে, শনিবার সকালে রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। উল্লেখ্য, শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আর তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজও (Rescue)। তবে বিমানে কত জন ছিলেন, তা স্পষ্ট নয়।

অন্যদিকে একই সঙ্গে শনিবার সকালেই মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার আরও দুই বিমান। যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়েছে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ। উল্লেখ্য, শনিবার সকালে মধ্যপ্রদেশের আকাশে বায়ুসেনার একটি মহড়া চলছিল।  গোয়ালিওর থেকে উড়েছিল সুখোই বিমানটি। কিন্তু মাঝ আকাশে মিরাজ ২০০০-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই ভেঙে পড়ে দুটি বিমান। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, পুলিশ, উদ্ধারকারী দল।

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version